ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

প্রকাশিত: ০০:৩৯, ২৫ জুলাই ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বাড়লেও সিএসইতে লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৯৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫৬ কোটি ৪৭ লাখ টাকার বা ১৭ শতাংশ বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, গ্রামীন ফোন, বিএসআরএম স্টিল, বে´িমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিডি থাই ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এ´িম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন ক্যাবলস, এমবে ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল, হাক্কানী পাল্প, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, নিটল ইন্স্যুরেন্স ও ন্যাশনাল টিউবস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীন ফোন ও ন্যাশনাল ব্যাংক।
×