ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এখনই দেশে ফেরানো হবে না মুস্তাফিজকে

প্রকাশিত: ০০:৩৮, ২৫ জুলাই ২০১৬

এখনই দেশে ফেরানো হবে না মুস্তাফিজকে

অনলাইন ডেস্ক ॥ মুস্তাফিজুর রহমানের চোট কতট গুরুতর, সেটা জানা যাবে সোমবার স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর। তবে চোটের ধরন যেমনই হোক, আপাতত তাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা কম। রবিবার সাসেক্সের হয়ে গ্লস্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু আগের দিনে নেটে চোট পান বাঁ কাঁধে। সতর্কতা হিসেবে ম্যাচটিতে খেলানো হয়নি বাংলাদেশের পেসারকে। বাংলাদেশ ক্রিকেটের নতুন এই রত্নের আরেক দফা চোটে শঙ্কা দেশের ক্রিকেট আঙিনায়। বিসিবির পক্ষ থেকে নিয়মিতই যোগাযোগ হচ্ছে সাসেক্সের সঙ্গে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান খোঁজখবর নিচ্ছেন মুস্তাফিজের চোটের। সোমবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানালেন, আপাতত ব্যবস্থা যা নেওয়া প্রয়োজন, ইংল্যান্ডেই নেওয়া হবে। “এটা জানা যায়নি ইনজুরিটা আসলে কতটুকু, এমনও হতে পারে ফিরে এসে দুই দিন পর খেলতে পারছে। ও হালকা একটা ব্যাথা অনুভব করছে সেটাই আমি জানি। আজকের পর আসলে জানা যাবে। স্ক্যান বা এমআরআই যাই করাবে সেটা করার পর জানা যাবে কতটুকু ব্যাথা বা ইনজুরিটা কেমন, রিকভারি করতে কি সময় লাগবে।” “কিন্তু এখনই দেশে আনার কথা ভাবছি না। ইংল্যান্ডে আমাদের চেয়ে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা তাই সুযোগটা হাতছাড়া করবো না। যদি বড় কোন ইনজুরিও হয় তাহলে আমার মতে ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনা উচিত।”
×