ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওল্ড ট্রাফোর্ডে দুই শ'ও করতে পারল না পাকিস্তান

প্রকাশিত: ২০:১১, ২৫ জুলাই ২০১৬

ওল্ড ট্রাফোর্ডে দুই শ'ও করতে পারল না পাকিস্তান

অনলাইন ডেস্ক॥ ওল্ড ট্রাফোর্ডে দুই শ'ও পেরোতে পারল না পাকিস্তান। ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে গেল পাকরা। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে একপ্রান্ত আগলে রাখলেন মিসবাহ-উল হক। এর আগে রয়টার্সক্রিস ওকসের ভয়ংকর একটি বাউন্সার থেকে কোনোমতে বেঁচে গিয়েছিলেন। এরপরও দাঁতে দাঁত চেপে কীভাবে লড়তে হয়, সেটিই দেখালেন মিসবাহ, তাকে যোগ্য সঙ্গ দিলেন ওয়াহাব রিয়াজ। ইংল্যান্ড কত রানের লিড পাচ্ছে, ফলোঅনে সর্বোচ্চ জুটির রেকর্ড কত? শুরু হয়ে গেছে আলোচনা। সরফরাজ খানের এলোপাতাড়ি কিছু শটে এক শ পেরোয় পাকিস্তান। কিন্তু তারপরই আউট সরফরাজ। অন্য প্রান্তে তখনো দাঁড়িয়ে মিসবাহ। মধ্যাহ্ন বিরতির ঠিক আগের ওভারে ওকসের দ্বিতীয় বলের ওই ধাক্কা সামলে চতুর্থ বলে প্রান্ত বদল করলেন। পরের বলেই আবারও উইকেট পতন। এরপর পেস বোলিংয়ের উপযুক্ত পরিবেশ পেয়ে বল হাতে আগুন ঝরালেন ওকস, বেন স্টোকসরা। কিন্তু মিসবাহর এমন সাহসী ইনিংসটি শেষ হলো মঈন আলীর নিরীহ দর্শন স্পিনে। দল মাত্র ১৯৮ রানে অল আউট হওয়ার পরও মিসবাহর এমন সাহসী ইনিংসের দৌলতেই ৩৯১ রানে এগিয়ে থেকেও পাকিস্তানকে ফলোঅনে ফেলেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৯৮ রান করেছে স্বাগতিকরা। ইতিমধ্যেই ৪৮৯ রানের লিডও নেওয়া হয়ে গেছে তাদের। ম্যাচের ভাগ্য অনুমেয় হলেও ক্রিকেট তো মহান অনিশ্চয়তার খেলা। যেকোনো কিছুই হতে পারে।
×