ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুবাই বিমানবন্দরে আমিরাতের আইডি ব্যবহার করে ইমিগ্রেশন শুরু

প্রকাশিত: ১৯:১৬, ২৫ জুলাই ২০১৬

দুবাই বিমানবন্দরে আমিরাতের আইডি ব্যবহার করে ইমিগ্রেশন শুরু

অনলাইন ডেস্ক॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে আসা যাত্রীরা এখন থেকে ইমিগ্রেশনের জন্য লম্বা লাইনে দাঁড়ানোর দরকার নেই। তারা নিজেদের আমিরাত আইডি কার্ড ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই পাসপোর্ট নিয়ন্ত্রণ পদ্ধতি ইলেকট্রনিক দ্বারের (ই-গেইট) মাধ্যমে করতে পারবেন। গতকাল রবিবার দুবাইয়ের রেসিডেন্সি ও ফরেনার্স অ্যাফেয়ার্স বিষয়ক সাধারণ অধিদপ্তরের (জিডিআরএফএ) পরিচালক এক বিবৃতিতে এসব কথা বলেন। অধিদপ্তরের উপপরিচালক মেজর জেনারেল ওবায়েদ মুহাইর বিন সুরউর বলেন, "নতুন সেবায় সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং বাসিন্দারা এ সুযোগ ব্যবহার করতে পারবেন। তারা দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ই-গেইট সিস্টেমের মাধ্যমে তাদের বৈধ আমিরাত আইডি কার্ড ব্যবহার করে ই-গেইটের মাধ্যমে ইমিগ্রশন করতে পারবেন।" তিনি আরো বলেন, "এ নতুন প্রকল্পটি আমিরাত আইডেন্টিটি অথরিটির (ইআইডিএ) সহযোগিতায় আমাদের পরিসেবার উন্নতির একটি ধাপ। এ সেবা যাত্রীদের জন্য আনন্দদায়ক এবং মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রয়োগ করা হয়েছে।" আমিরাতের আইডি কার্ড ব্যবহার করার জন্য প্রথম পর্যায়ে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে বর্তমানে ২৮টি ই-গেইট চালু করা হয়েছে। ক্রমান্বয়ে অন্য টার্মিনাল ও বিমানবন্দরেও এ সুযোগ সম্প্রসারণ করা হবে।
×