ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জানুয়ারিতে পদ্মা সেতুর জন্য রেললাইন স্থাপন শুরু॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩১, ২৫ জুলাই ২০১৬

জানুয়ারিতে পদ্মা সেতুর জন্য রেললাইন স্থাপন শুরু॥ সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আগামী জানুয়ারি থেকে পদ্মা সেতুর জন্য রেললাইন স্থাপনের কাজ শুরু হবে। রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে রেল লিংক স্থাপন বিষয়ক এক সমন্বয় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। সভায় রেলপথ মন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে একসঙ্গে বাস এবং ট্রেন চলাচল শুরু হবে। এ সময়ের মধ্যে মাওয়া হতে সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিমি. রেললিংক স্থাপনের কাজ শেষ হবে। ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে ফতুল্লা হয়ে সেতুর ওপর দিয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত ৮২ কিমি. রেললাইন স্থাপন করবে রেলপথ মন্ত্রণালয়। ভাঙ্গা থেকে বিদ্যমান রেললাইন অনুযায়ী ফরিদপুর, যশোর সংযুক্ত হওয়ার পাশাপাশি পরবর্তী পর্যায়ে বরিশালকেও রেলপথে সংযুক্ত করা হবে। রেলপথ মন্ত্রী বলেন, ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে রেললাইন স্থাপনে চীন সরকারের মনোনীত রেলওয়ে গ্রুপ কোম্পানির সঙ্গে প্রাথমিক সমঝোতা স্মারক সই হয়েছে, শীঘ্রই বাণিজ্যিক চুক্তি সই হবে। এ প্রকল্পে প্রায় ৩৪ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে বলে এ সময় মন্ত্রী জানান। সভায় পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেল এবং প্রস্তাবিত চারলেন মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। রেলওয়ের মহাপরিচালক সওজের প্রধান প্রকৌশলীকে যুগ্মভাবে প্রধান করে গঠিত কমিটিতে রেললিংক প্রকল্প ও সেতু প্রকল্পের পরিচালক, দুই প্রকল্পের প্রধান পরামর্শক সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন বা এসডব্লিউওর (পশ্চিম) পরিচালক, ওয়াসার পদ্মা-যশোলদিয়া প্রকল্পের পরিচালক, এলজিইডির প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ্ উদ্দিন, সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, রেললিংক প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তীসহ এসডব্লিউও-পশ্চিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×