ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৮:১৯, ২৫ জুলাই ২০১৬

মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

বিডিনিউজ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তুলা কারখানায় এক শিশু শ্রমিককে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইল এ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। মৃত সাগর বর্মণ (১০)নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে। সে ওই কারখানায় শ্রমিকের কাজ করত। খুলনায় মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যার এক বছরের মধ্যে এ ঘটনা ঘটল। শিশু সাগরের মৃত্যুর ঘটনায় সন্ধ্যায় কয়েকজনকে আটকের কথা জানায় পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া বলেন, দুপুর ২টার দিকে কারখানার অন্য শ্রমিকরা মিলের একটি পাম্প মেশিন দিয়ে সাগরের মলদ্বারে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোঃ ফিরোজ বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল। পায়ুপথে বাতাস ঢোকার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। সাগরের বাবা রতন বর্মণ সাংবাদিকদের বলেন, এক নারীর কাছে খবর পেয়ে মিলের সামনে এসে দেখি সাগর অচেতন হয়ে পড়ে আছে। এ সময় তাকে কাঁচপুরের শুভেচ্ছা ক্লিনিক ও পরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান। জোবেদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়ার সঙ্গে এ বিষয়ে মোবাইলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মোঃ রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুইজনের ফাঁসির রায় হয়েছে।
×