ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইনমন্ত্রীর বক্তব্যেই প্রমাণিত বিচার বিভাগ সরকার প্রভাবিত ॥ বিএনপিপন্থী আইনজীবীদের দাবি

প্রকাশিত: ০৭:৫০, ২৫ জুলাই ২০১৬

আইনমন্ত্রীর বক্তব্যেই প্রমাণিত বিচার বিভাগ সরকার প্রভাবিত ॥ বিএনপিপন্থী আইনজীবীদের দাবি

স্টাফ রিপোর্টার ॥ তারেক রহমান বিচারককে প্রভাবিত করে নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন আইনমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে বিচার বিভাগ সরকার কর্তৃক প্রভাবিত। রবিবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন জাতীয়তাবাদী আইনজীবী নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। খোকন ছাড়াও পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জয়নুল আবেদীন ও সানাউল্লাহ মিয়া। উপস্থিত ছিলেন সুপ্রীমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, তৈমুর আলম খন্দকার, ওয়ালিউর রহমান, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ। এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থা সরকার কর্তৃক প্রভাবিত হয়। সরকার প্রভাবিত না করলে বিচার নিরপেক্ষ হয়।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন হলে হস্তক্ষেপ কিভাবে হয়। সুতরাং আইনমন্ত্রীর এই বক্তব্যেই প্রমাণিত হয় বিচার বিভাগ সরকার কর্তৃক প্রভাবিত হয়। এই প্রভাব শুধু নিম্ন আদালত নয়, উচ্চ আদালতেও হয়।’ তারেক রহমান আপীল করবেন কি না জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, ‘তারেক রহমান যথাসময়ে আপীল করবেন। বাংলাদেশে ১৭ বছর পরও আপীল করার নজির আছে। সেই আপীল আদালত গ্রহণও করেছেন।’
×