ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাজিয়া মিছিলে হামলার পরিকল্পনাকারী দুই জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৭:১৪, ২৫ জুলাই ২০১৬

তাজিয়া মিছিলে হামলার পরিকল্পনাকারী দুই জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ হত্যা মিশনের সঙ্গে জড়িত এমন দুই জঙ্গী সদস্যকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। এরা হলো দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়াগড় গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে একরামুল হক (৫০) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খুটামারা গ্রামের মৃত নুর আলম প্রধানের ছেলে নুর মোঃ আরেফিন(২৭)। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে একরামুলকে খানসামার কাজীরহাট বাজার হতে ও নুর মোঃ আরেফিনকে দেবীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয় বলে জানায় নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি বাবুল আক্তার। রবিবার বিকেলে এদের নীলফামারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দীর পর জেলা কারাগারে পাঠানো হয়। সূত্র মতে গ্রেফতারকৃত দুই জঙ্গীসহ তাদের কিছু সদস্য গত বছর ২৩ অক্টোবর রাতে নীলফামারীর সৈয়দপুরে আশুরা উপলক্ষে প্রতীকী কারবালার তাজিয়া মিছিলে বোমা হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকায় তাদের সেই মিশন ব্যর্থ হয়। এরপর একই বছরের ১২ নবেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হাতিখানা স্মরণীয় কারবালার খোলা মাঠে মাগরিবের সময় একাই নামাজ আদায় করছিল খাদেম হাসনাইন মাস্টার (৬০)। তাকে ধারালো তরবারি দিয়ে নামাজের সেজদার সময় ঘাড়ে কুপিয়ে হত্যার চেষ্টার করে পালিয়ে যায় হামলাকারীরা।
×