ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অলিম্পিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার শঙ্কা

প্রকাশিত: ০৬:২১, ২৫ জুলাই ২০১৬

অলিম্পিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার  শঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়াকে আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা নিয়ে বেশ বিপাকেই পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। যুগে যুগে রাশিয়া সবসময়ই অলিম্পক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ও চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ার এ্যাথলেট ও ক্রীড়াবিদরা ডোপ পাপে ব্যাপকহারে জড়িয়েছেন এমন তদন্ত প্রতিবেদনের পর এখন অনেকেই রাশিয়াকে রিও থেকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছে। সার্বিক দিক বিবেচনা করে এটা প্রায় স্পষ্ট হয়ে উঠেছে আইওসি সেই সিদ্ধান্তই নেবে। সেক্ষেত্রে অলিম্পিকের মর্যাদা ক্ষুণœ হওয়ার আশঙ্কাও দেখছেন অনেকে। কারণ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের ইতিহাসে এর আগে কোন একটি দেশ ডোপ কলঙ্কে জড়িয়ে নিষিদ্ধ হয়নি। যখন এ বিষয়টি নিয়ে তোলপাড় ঠিক তখনই ভারতের অলিম্পিক দলে থাকা কুস্তিগীর নরসিংহ যাদব ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে দেশটির ডোপবিরোধী সংস্থা। এদিকে অলিম্পিকের সেরা দল যুক্তরাষ্ট্র এবার ৫৫৫ সদস্যের বিশাল দল ঘোষণা করেছে। এর মধ্যে ২৯২ জনই মহিলা ক্রীড়াবিদ, যা অলিম্পিকের জন্য নতুন একটি রেকর্ড। গত অলিম্পিকেও যুক্তরাষ্ট্রের পর রাশিয়াই দ্বিতীয় স্থান দখল করে শেষ করেছিল। প্রায় প্রতি অলিম্পিক আসরেই রাশিয়া ছিল যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। কিন্তু এবার আগেভাগেই রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটরা নিষিদ্ধ হওয়াতে অন্য দেশগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতায় পড়ার সম্ভাবনা কমে গেছে। আর এখন যদি রাশিয়া পুরোপুরিই রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে বিশ্ব ক্রীড়াতেই শুধু নয়, আসন্ন অলিম্পিকের সৌন্দর্য, আকর্ষণ অনেকখানি লোপ পাবে। সেক্ষেত্রে অলিম্পিকের যে মর্যাদা সেটাও অনেকখানি কমে যাবে বলে মনে করছেন অনেকে। কিন্তু কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলারেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ান এ্যাথলেটদের ব্যাপক হারে ডোপ পাপে জড়িয়ে পড়ার বিষয়টি তার তদন্ত প্রতিবেদনে তুলে ধরে রাশিয়াকে নিষিদ্ধের আহ্বান রেখেছেন। সেই রিপোর্ট দেখার পর আইওসির কাছে একই আহ্বান বিশ্ব ডোপবিরোধী সংস্থারও (ডব্লিউএডিএ-ওয়াডা)। আর ১৪ দেশের জাতীয় অলিম্পিক কমিটি থেকে আইওসি বরাবর চিঠি দিয়ে রাশিয়াকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। আইওসি তাই বেশ বিপাকেই পড়েছে। ডোপ কলঙ্কের বিষয়টি এবং বিভিন্ন পর্যায় থেকে দাবির ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্তই নেবে আইওসি। কিন্তু বিপরীত চিন্তাধারাও আছে। অনেকেই রাশিয়াকে নিষিদ্ধের বিপক্ষে। বিশেষ করে ইউরোপের ক্রীড়া প্রধানরাও ম্যাকলারেনের প্রতিবেদনে বেশ ক্ষিপ্ত। ইউরোপিয়ান অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট প্যাট হিকি দারুণ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন রাশিয়া না থাকলে অলিম্পিকের মর্যাদাটাই বিনষ্ট হবে। একটা ঘাটতি তৈরি হবে বিশ্ব ক্রীড়ায়। আর বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা মনে করছেন পুরো একটি দেশকে নিষিদ্ধ করা হলে অন্যান্য এ্যাথলেট এবং ক্রীড়াবিদদের দিকেও মানুষ সন্দেহের চোখে তাকানো শুরু করবে। যা অলিম্পিকের ভাবমূর্তি ক্ষুণœ করবে। এমন অবস্থায় বিপাকে পড়া আইওসি রবিবার রাতেই সিদ্ধান্তটা জানাবে। রাশিয়ার ডোপ কলঙ্ক নিয়ে যখন বিশ্ব তোলপাড় তখন ভারতে সেই কলঙ্কের কালিমা লাগলো এক কুস্তিগীরের গায়ে! কুস্তিগীর নরসিংহ গত কমনওয়েলথ গেমসে ভারতকে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন। ৭৪ কেজি শ্রেণীর ফ্রিস্টাইল ইভেন্টে তিনি এবার অলিম্পিকে দেশের জন্য পদক স্বপ্ন পূরণের ক্ষেত্রে অন্যতম ভরসাই ছিলেন। অলিম্পিক দলেও ছিলেন, কিন্তু গেমস শুরুর মাত্র ১১ দিন আগে তিনি ডোপ টেস্টে পজিটিভ হলেন। ভারতের ডোপবিরোধী সংস্থার রুটিন টেস্টে তার রক্তের নমুনায় এক ধরনের নিষিদ্ধ স্টেরয়েড পদার্থ পাওয়া গেছে। পাশাপাশি তার দেয়া নমুনা ‘বি’ পজিটিভ হয়েছে। এ বিষয়ে ভারতের জাতীয় ডোপবিরোধী সংস্থার ডিরেক্টর জেনারেল নবীন আগারওয়াল বলেন, ‘নরসিংহ নিজেই উপস্থিত ছিলেন যখন তার প্রদত্ত নমুনাটি খোলা হয়।’ তবে ২৬ বছর বয়সী নরসিংহকে অলিম্পিক দল থেকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা আরও কয়েকদিন পরেই সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে অন্যতম শক্তিশালী দল যুক্তরাষ্ট্র ৫৫৫ সদস্যের দল ঘোষণা করেছে। এর মধ্যে ২৯২ জনই মহিলা ক্রীড়াবিদ। এর আগে কোন দেশের পক্ষেই এত মহিলা ক্রীড়াবিদ অলিম্পিকে অংশ নেয়নি। তাই অলিম্পিকের নতুন রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। মহিলাদের চেয়ে পুরুষ ক্রীড়াবিদের সংখ্যাই কম, মাত্র ২৬৩ জন! লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্র দলে ছিল ২৬৯ মহিলা এবং ২৬১ পুরুষ ক্রীড়াবিদ। এবারের দলে আছেন ৬৮ অলিম্পিক স্বর্ণজয়ী এবং ১৯১ জন অলিম্পিকে অংশ নেয়া এ্যাথলেট। যুক্তরাষ্ট্র এবার ২৭ ক্রীড়ার ২৪৪ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য, রিও অলিম্পিকে মোট ইভেন্ট ৩০৬।
×