ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুভেন্টাসে হিগুয়াইন রেকর্ড পারিশ্রমিকে

প্রকাশিত: ০৫:৫১, ২৫ জুলাই ২০১৬

জুভেন্টাসে হিগুয়াইন রেকর্ড পারিশ্রমিকে

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস পরবর্তী মৌসুমে আরও শক্তিশালী দল গড়ার পদক্ষেপ নিতে যাচ্ছে। এবার তারা হাত বাড়িয়েছে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইনের দিকে। প্রায় নিশ্চিতভাবেই তাকে পেতে যাচ্ছে জুভরা। কারণ ইতালির খেলোয়াড় ট্রান্সফারে নতুন ইতিহাস হতে যাচ্ছে হিগুয়াইনের এ দল পরিবর্তনটা। প্রায় ৯৪.৭ মিলিয়ন ইউরো (১০৪ মিলিয়ন মার্কিন ডলার) হতে যাচ্ছে এ ট্রান্সফার ফি। যা ইতালির নতুন ট্রান্সফার রেকর্ড গড়তে চলেছে। চার বছরের জন্য হতে পারে দুইপক্ষের চুক্তি। বর্তমানে আর্জেন্টাই তারকা হিগুয়াইন আছেন সিরি এ ক্লাব নেপোলিতে। ইতালির গণমাধ্যমগুলো দাবি করছে জুভেন্টাসে যাওয়া প্রায় নিশ্চিত এ তারকার। কারণ প্রস্তাবটা বিশাল অঙ্কের। এখন শুধু আনুষ্ঠানিকতাটাই বাকি। এরপরই জুভের হয়ে যাবেন হিগুয়াইন। তুরিনের একটি দৈনিক এ বিষয়ে লিখেছে, ‘এটা একেবারেই সত্য যে গঞ্জালো হিগুয়াইন কয়েকদিনের মধ্যে তুরিনে বসবাস শুরু করবেন।’ ওই দৈনিকটি জুভেন্টাসই পরিচালনা করে। ইতালিয়ান চ্যাম্পিয়নরা যা চায় হিগুয়াইন ঠিক সে রকমই এক মারণাস্ত্র- এমনটাই দাবি পত্রিকাটির। এমন এক মারণাস্ত্রের জন্য দীর্ঘদিন ধরেই অনেক খোঁজাখুঁজি করছে জুভরা। এসব কারণে হিগুয়াইনের এ ট্রান্সফারকে ‘গ্রীষ্মকালীন অভ্যুত্থান’ বলে ঘোষণা দিয়েছে ইতালির পত্রিকাগুলো। ২৮ বছর বয়সী হিগুয়াইনকে পেতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো দীর্ঘদিন ধরেই চেষ্টায় আছে। জুভেন্টাসের সঙ্গে ৪ বছরের জন্য বার্ষিক ৭.৫ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ হতে পারেন তিনি। ইতালির ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অর্থের ট্রান্সফার হিসেবে রেকর্ড গড়বে এটি। ইতোমধ্যেই ফরাসী মিডফিল্ডার পল পোগবাকে হারাতে বসেছে জুভেন্টাস। এই মিডফিল্ডারকে ছিনিয়ে নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ট্রান্সফারটাও রেকর্ড পারিশ্রমিকের হতে যাচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে আনুষ্ঠানিকতা না হলেও ইতোমধ্যেই পোগবার যাওয়া নিশ্চিত হয়ে গেছে।
×