ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাক-মৌসুমে প্রথম ম্যানচেস্টার ডার্বি আজ

লড়াই শুরু মরিনহো-গার্ডিওলার

প্রকাশিত: ০৫:৫১, ২৫ জুলাই ২০১৬

লড়াই শুরু মরিনহো-গার্ডিওলার

স্পোর্টস রিপোর্টার ॥ জোশে মরিনহো কিংবা পেপ গার্ডিওলা। কোচ হিসেবে দুজনই দারুণ সফল। একজন আরেকজনের চরম প্রতিদ্বন্দ্বীও। স্প্যানিশ লা লিগায় তাদের প্রতিদ্বন্দ্বিতা দেখেছে গোটা ফুটবল বিশ্ব। মাঠে ফুটবল লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও ছিল কথার দুন্দুমার লড়াই। সাবেক রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার দুই কোচ আবারও একই লীগে। শুধু তাই নয়, লা লিগার মতো ইংলিশ প্রিমিয়ার লীগেও সেরা দুই ক্লাবের কোচ এখন তারা। চেলসি থেকে বরখাস্ত হওয়া মরিনহো চলতি মৌসুমেই যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আর বুন্দেসলিগা ঘুরে ম্যানইউরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে নতুন করে ঠিকানা গড়েন পেপ গার্ডিওলা। তবে প্রিমিয়ার লীগের ভক্তদের জন্য সুখবর হলো মৌসুম শুরুর আগেই বিশ্বের সেরা এই দুই কোচের লড়াই দেখতে পারবেন তারা। ম্যানচেস্টার ডার্বি দিয়েই যে আজ, প্রিমিয়ার লীগে এই দুই কোচের বৈরিতার অভিষেক ঘটতে যাচ্ছে। প্রাক-মৌসুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বেজিংয়ের অলিম্পিক স্পোর্টস সেন্টারে একে অন্যের মুখোমুখি হবেন মরিনহো-গার্ডিওলা। প্রীতি ম্যাচ হলেও মরিনহো-গার্ডিওলার লড়াই বলে কথা! কথার উত্তাপ তো থাকবেই! তবে সাবেক বার্সিলোনার সফল কোচ গার্ডিওলা অবশ্য এটিকে প্রীতি ম্যাচ হিসেবেই দেখছেন। অতীত ভুলে মরিনহোর সঙ্গে করমর্দন করার কথাও জানিয়েছেন তিনি। গার্ডিওলার মতে, ‘আমরা ভদ্র লোক, হাত মেলাব না কেন? এটা না করার কোন কারণ নেই। সেও জিততে চায় আর আমিও তাই। এটাই আসলে সব। এটা একটা প্রীতি ম্যাচ। প্রকৃতপক্ষেই বন্ধুত্বের ম্যাচ! ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর দুই ম্যাচ খেলা মরিনহো সমান একটিতে জয় ও হারের অভিজ্ঞতা রয়েছে। আর এক ম্যাচ খেলা গার্ডিওলার দলকে লজ্জাজনকভাবে হারিয়েছে তারই সাবেক ক্লাব বেয়ার্ন মিউনিখ। তবে গার্ডিওলা মনে করেন গত কয়েক মৌসুম ধরেই নিষ্প্রভ ম্যানচেস্টার ইউনাইটেড এবার মরিনহোর অধীনে জ্বলে উঠবে। মরিনহোর অধীনে হারানো অবস্থান ফিরে পাবে ম্যানচেস্টার ইউনাইটেড। এমনটা বিশ্বাস করেন রেড ডেভিলদের সাবেক তারকা ডেভিড বেকহ্যামও। ২০১৩ সালে স্যার এ্যালেক্স ফার্গুসনের অবসরের পর থেকে প্রিমিয়ার লীগের শিরোপা দৌড়ে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানইউ। ডেভিড ময়েস ও লুইস ভ্যান গালও এই কিংবদন্তি কোচের অভাব মেটাতে পারেননি। আর ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লীগে ইংলিশ জায়ান্টদের সর্বশেষ শিরোপা আসে ২০০৭-০৮ মৌসুমে। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে খেলোয়াড়ি জীবনে ছয়টি লীগ শিরোপা জেতা বেকহ্যামের দৃষ্টিতে, মরিনহোকে কোচ হিসেবে নিয়োগ দেয়াটা সঠিক সিদ্ধান্ত এবং তার হাত ধরে ক্লাব গৌরবময় অধ্যায় ফিরে পাবে বলেই তার বিশ্বাস। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে বেকহ্যাম বলেন, ‘জোশে (মরিনহো) জানেন তিনি কী চান এবং তা কীভাবে আদায় করতে হবে। আমি মনে করি, স্বরূপে ফিরতে ও আবারো শীর্ষ অবস্থান পুনরুদ্ধারের জন্য তার মতো এমন একজনকেই চেয়েছে ইউনাইটেড।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা সবসময়ই এমন একটি ক্লাব এবং এখনও একটি ক্লাব- যখন কোন টিম ওল্ড ট্র্যাফোর্ডে আসে তারা জানে কাদের বিপক্ষে খেলতে নামছে এবং তারা এও জানে যে তারা হারতে যাচ্ছে। তাই আমরা এই জিনিসটিই ফিরে পেতে চাই। আমি তাতে আশাবাদী। মরিনহো চেলসি ছেড়েছেন এবং এখন প্রিমিয়ার লীগেই ইউনাইটেডের সঙ্গে আছেন। এটা একটা সেরা পদক্ষেপ। ভ্যান গালের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ছিল। কিন্তু এটা মানুষ যেভাবে চেয়েছে সেভাবে কাজ হয়নি। আমি মনে করি, দিন শেষে এখন ইউনাইটেডের জন্য এটা নতুন শুরু।’ স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো পোর্তো, চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে লীগ শিরোপা জিতেছিলেন। যেখানে গার্দিওলা বার্সিলোনার ফুটবলেই দাপট দেখিয়েছেন। আর বেয়ার্ন মিউনিখের হয়ে দুটি বুন্দেসলিগা ট্রফি জিতেছেন। তবে দু’জন কোচই দুটি করে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন। ম্যানচেস্টারের দুই ক্লাবের ভক্ত-অনুরাগীদের অপেক্ষাও এখন তা দেখার।
×