ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেরি করলেই মিনিটে জরিমানা এক হাজার টাকা

প্রকাশিত: ০৫:৫১, ২৫ জুলাই ২০১৬

দেরি করলেই মিনিটে জরিমানা এক হাজার টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ অনুশীলনে দেরি করে আসলে জরিমানার রীতি নতুন নয়। তবে জুলাইয়ের মাঝামাঝি ভারতীয় ক্রিকেটারদের জন্য জরিমানার বিষয়টি সামনে আনেন কোচ অনীল কুম্বলে। তাতে জরিমানা নিয়ে সাড়া পরে যায়। সেই সাড়া এবার লাগল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের গায়েও। অনুশীলনে দেরি করে আসলেই প্রতি মিনিটের জন্য এক হাজার টাকা জরিমানা দিতে হবে। এই রীতিতে সবার আগে ফাঁসলেন পেসার আল আমিন হোসেন। শনিবার অনুশীলনে আসতে দুই মিনিট দেরি করেন। তাতে করে দুই হাজার টাকা জরিমানা দিতে হয় আল আমিনকে। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ৩০ ক্রিকেটার আছেন। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান রুম্মন, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন লিখন, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন আছেন। এ ক্রিকেটারদের মধ্যে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ থাকায় সাকিব অনুশীলনে থাকতে পারছেন না। কাউন্টি ক্রিকেট খেলছেন মুস্তাফিজুর রহমান। তাই তিনিও অনুশীলনে থাকছেন না। ২০ জুলাই থেকেই ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প চলছে। প্রতিদিন সকাল ৮টায় শুরু হয় ফিটনেস ট্রেনিং। এ ট্রেনিংয়ে সবাই যথাসময়ে আসলেও শনিবার আল আমিন আসেন ২ মিনিট দেরিতে। তাতেই ২ হাজার টাকা জরিমানা দিতে হয় আল আমিনকে। জরিমানার নিয়ম আগেও ছিল। কিন্তু তা সামনে আসত না। ভারত ক্রিকেট দলের নতুন কোচ কুম্বলে যখন জরিমানার নিয়ম করে; এরপর থেকেই বিষয়টি সবার নজরে ভালভাবে চলে আসে। কোহলিরা যদি টিম বাসে আসতে দেরি করেন, তাহলে ৫০ ডলার জরিমানা দিতে হবে। এমন নিয়ম আলোড়ন তৈরি করে। অথচ বিশ্ব ফুটবলে এই নিয়ম বহু আগের। আর্সেন ওয়েঙ্গার আর্সেনালের ফুটবলারদের জন্য এ জরিমানা নিয়ম করে একবার আলোড়ন তুলেছিলেন। ম্যাচে নেই দলের এমন ফুটবলার যদি কোচকে না জানিয়ে হোম ম্যাচের সময় দলের সঙ্গে না থাকতেন তাহলে এক হাজার পাউন্ড জরিমানা দিতে হতো। আর অনুশীলনে না আসলে, আসতে দেরি করলে সময় হিসেবে ৫০০ পাউন্ড জরিমানাও গুনতে হতো ফুটবলারদের। বার্সিলোনা কোচ লুইস এনরিকও যেমন লিওনেল মেসি, নেইমাররা দলের নিয়ম ভঙ্গ করলে ৩০০ পাউন্ড জরিমানা করতেন। এ জরিমানা করা হলে ডিসিপ্লিনের মধ্যে থাকা হয়। একটি নিয়মের মধ্যে সবাই থাকে। বাংলাদেশ ক্রিকেট দলেও জরিমানার নিয়ম চালু আছে। অনুশীলনে আসতে দেরি করলে এক মিনিটে এক হাজার টাকা জরিমানা গুনতে হয় ক্রিকেটারদের। এবার সেই নিয়মের মধ্যে পড়ে ২ মিনিট অনুশীলনে আসতে দেরি করায় দুই হাজার টাকা জরিমানা দিতে হলো পেসার আল আমিন হোসেনকে।
×