ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহামেডান-রহমতগঞ্জ দু’ দলেরই লক্ষ্য জয় ॥ বিপিএল

প্রকাশিত: ০৫:৫০, ২৫ জুলাই ২০১৬

মোহামেডান-রহমতগঞ্জ দু’ দলেরই লক্ষ্য জয় ॥ বিপিএল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ গত লীগে মোহামেডান তৃতীয় হয়েছিল। এবারও তাদের লক্ষ্য আগের স্থান ধরে রাখা। মোহামেডান যে শেষ কবে লীগের শিরোপা জিতেছে (২০০২) তা বোধ করি ক্লাবটির সমর্থকদেরও মনে নেই! যেকোন পর্যায়ে তাদের সর্বশেষ শিরোপা সুপার কাপ জয়। তাও সেটা তিন বছর আগে, ২০১৩ সালে। দলের কোচ কাজী জসিমউদ্দিন আহমেদ জোসি বলেন, ‘এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আমরা গড়তে পারিনি। তবে লীগে ভাল খেলে সবার মন জয় করার চেষ্টা করব। শীর্ষ তিনে থেকে লীগ শেষ করতে পারলে খুশি হব। সেই লক্ষ্যে প্রথম ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে শুভসূচনা করতে চাই।’ মোহামেডান অধিনায়ক-গিনি ফরোয়ার্ড ইসমাঈল বাঙ্গুরা বলেন, ‘অনুশীলন ভাল হচ্ছে। দুই বেলা কঠোর অনুশীলন করছি। প্রত্যাশা করছি লীগে ভাল কিছু হবে। চলতি বছর আমরা স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে ভাল খেলতে পারিনি। লীগে চ্যাম্পিয়নশিপের জন্যই লড়ব আমরা।’ রহমতগঞ্জের কোচ কামাল বাবু বলেন, ‘মোহামেডান দল অনেক শক্ত প্রতিপক্ষ। তাদের হাল্কাভাবে নেয়ার কোন অবকাশ নেই। যতটুকু ওদের অনুশীলন দেখেছি, তাতে ওদের সিনিয়র-জুনিয়র খেলোয়াড় মিলে কম্বিনেশনটা বেশ ভাল মনে হয়েছে।’ নিজেদের দল প্রসঙ্গে কামালের ভাষ্য, ‘আমাদের দলের প্রস্তুতিও বেশ ভাল। তবে কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে। যেমন স্টপার শিমু অসুস্থ, জাতীয় দলে ডাক পাওয়া স্ট্রাইকার আবসার অনুশীলনে চোট পেয়েছে। লেফট ব্যাক শিমুল স্বাধীনতা কাপে খেলতে গিয়ে সেই যে ব্যথা পায়, এখনও সেই ব্যথা দূর হয়নি।
×