ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘খেলার জন্য মুখিয়ে আছি’

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ জুলাই ২০১৬

‘খেলার জন্য মুখিয়ে  আছি’

স্পোর্টস রিপোর্টার ॥ সেই গত বছর জুলাই-আগস্টে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক বছর হয়ে গেল। ওয়ানডেও খেলা হয়েছে গত বছর নবেম্বরে। ৮ মাস হয়ে গেল। এর মধ্যে না টেস্ট, না কোন ওয়ানডে খেলা হয়েছে। শুধু টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। যে সিরিজে ওয়ানডে ও টেস্ট ম্যাচ রয়েছে। এক বছরের বেশি সময় পর আবার টেস্ট ও ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই ক্রিকেটাররা সিরিজটি খেলতে মুখিয়ে আছেন। অধীর আগ্রহে অপেক্ষাও করছেন। রবিবার বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদই যেমন বলেছেন, ‘আমরা সবাই ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি।’ মাহমুদুল্লাহ রিয়াদের সেই খেলার আগ্রহ একটু বেশিই থাকছে। প্রতিপক্ষ দলটি যে ইংল্যান্ড। যে ইংল্যান্ডের বিপক্ষেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে শতক করেছিলেন মাহমুদুল্লাহ। যা বিশ্বকাপে বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র ব্যক্তিগত শতক হয়েই আছে। ইংলিশদের বিপক্ষে খেলা হবে আবার এবার ঘরের মাটিতেই। মাহমুদুল্লাহ তাই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে রোমাঞ্চিতও। বলেছেন, ‘নিজের মধ্যে রোমাঞ্চ তো আছেই। আশা করছি সিরিজটা ভালভাবে শেষ হবে।’ সিরিজটি আদৌ হবে কিনা এখনও নিশ্চিত নয়। গুলশানে সন্ত্রাসী হামলার পরই ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিরিজ নিয়ে ভাবতে শুরু করে দেয়। নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করে দেয়। তখন ইংলিশ গণমাধ্যম বাংলাদেশে ইংল্যান্ড দলের না আসার ইঙ্গিতই দেয়। এরপর শোলাকিয়ায় হামলার ঘটনায় তা আরও মজবুত হয়। ইংল্যান্ডের নির্ধারিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান যখন নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন, নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা বলেন; তখন সিরিজটি যেন ঝুলেই যায়। তবে হাতে আড়াই মাসের মত সময় থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাল ছাড়েনি। শেষপর্যন্ত বিসিবিকে একটি মেইল পাঠায় ইসিবি। যেখানে সিরিজ খেলতে আসা নিয়ে কোন নেতিবাচক কিছু বলেনি ইসিবি। আর তাতেই সিরিজ হতে পারে বলে আশা করা হচ্ছে। যদি শেষপর্যন্ত সিরিজটি হয়, তাহলে ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। এরপর ৩ অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৭ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবরও মিরপুরেই হবে দ্বিতীয় ওয়ানডে। ১২ অক্টোবর সিরিজের তৃতীয় ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই ২০ অক্টোবর প্রথম টেস্টটি শুরু হবে। এরপর মিরপুরে ২৮ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ সিরিজে খেলার জন্য নিজেদের ফিট রাখছেন ক্রিকেটাররা। ফিটনেস ঠিক রাখতে কঠোর পরিশ্রম করে চলেছেন। মাহমুদুল্লাহই বলেছেন, ‘খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। সবাই খেলার জন্য প্রস্তুত হচ্ছে।’ সঙ্গে ২০ জুলাই শুরু হওয়া ক্যাম্প নিয়ে বলেন, ‘একটা কথা বলতে চাই, ক্যাম্প শুরুর আগে আমাদের সবার মধ্যে আলোচনা হয়েছে যে, আমরা গত দুই-তিন বছর কিভাবে অনুশীলন করছি, আমাদের আচরণ কিভাবে পরিবর্তন হচ্ছে; এটা সবাইকে জানিয়ে দেয়া। সবাই কিভাবে কঠোর অনুশীলন করব। দলে তরুণরা আছে, সিনিয়াররা মিলে ভালভাবে ক্যাম্প শেষ করতে চাই।’ মাহমুদুল্লাহ ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণের চেয়ে এখন ফিটনেসের দিকেই বেশি নজর দিচ্ছেন। টেস্ট শতকের দিকে নজর রাখার সঙ্গে ফিটনেস নিয়েই ভাবছেন, ‘ওয়ানডের পর টেস্ট সেঞ্চুরি নিয়ে তো স্বপ্ন আছেই। তবে এই মুহূর্তে ফিটনেস নিয়ে ভাবছি। সামনে সিরিজ আছে। ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কথা ভাবছি। ব্যক্তিগত স্বপ্ন তো আছেই। তবে এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে চাইছি না।’ ফিটনেস নিয়ে পুরোদমে কাজ চলছে। এ মাসের বাকি সময়টাও তাই চলবে। এরপর আগস্টের প্রথম সপ্তাহে প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহেসহ বিদেশী কোচরা বাংলাদেশে আসলে শুরু হবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন। তবে এ মুহূর্তে ইংল্যান্ড আসবে, সেই বিশ্বাসই আছে সবার মনে। এক বছর পর টেস্ট ও ওয়ানডে খেলার সুযোগ মিলবে। তাই ক্রিকেটাররাও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে মুখিয়ে আছেন।
×