ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএলে দুই আবাহনীর আগুন লড়াই আজ

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ জুলাই ২০১৬

বিপিএলে দুই আবাহনীর আগুন লড়াই আজ

রুমেল খান, চট্টগ্রাম থেকে ॥ ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ-এ্যাটলেটিকো মাদ্রিদ। ইন্টার মিলান-এসি মিলান। বোকা জুনিয়র্স-আর্জেন্টিনাস জুনিয়র্স। নামগুলোর মধ্যে নিশ্চয়ই মিল খুঁজে পাচ্ছেন? ইংল্যান্ড, স্পেন, ইতালি, আর্জেন্টিনার এই বিশ্ব খ্যাত ফুটবল ক্লাবগুলোর মধ্যে যখন লড়াই হয়, তখন ক্লাব দুটির ‘কমন’ শব্দের সঙ্গে জুড়ে দেয়া হয় ‘ডার্বি’ শব্দটি। বাংলাদেশেও আজ সোমবার এমনই এক ‘ডার্বি’ অনুষ্ঠিত হবে। আসরের নাম বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবল। ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। জমজমাট এই দ্বৈরথে মুখোমুখি হবে দুই আবাহনী। একটি ঢাকার দল, আরেকটি চট্টগ্রামের। অর্থাৎ ঢাকা আবাহনী লিমিটেড বনাম চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এই ম্যাচের আগে লক্ষ্যে রবিবার বিকেলে দুই আবাহনীর ফুটবলাররা শেষবারের মতো অনুশীলনে ঘাম ঝরান। হালিশহরের শারীরিক শিক্ষা কলেজের মাঠে। রবিবার কথা হয় বন্দর নগরীর দল চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক-মিডফিল্ডার মামুনুল ইসলামের সঙ্গে। দলের প্রস্তুতি ও লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দলের অবস্থা ভাল। আমাদের প্রথম ম্যাচটাই বিগ ম্যাচ। অনেক বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষ হিসেবে ঢাকা আবাহনী অনেক শক্তিশালী। তাদের ভয় পাই না। তবে সমীহ করছি। তাদের যদি হারাতে পারি, তাহলে মানসিকভাবে আমরা অনেক এগিয়ে যাব। তাই ম্যাচটা আমরা জয় দিয়েই শুরু করতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘ফেডারেশন কাপে আমরা যে খারাপ ফল করেছি, তা ছিল আমাদের জন্য একটা শিক্ষা। সেই শিক্ষা থেকেই আমরা প্রতিনিয়ত কঠোর অনুশীলন করে চলেছি। আশা করি এই কষ্টের সুফলও আমরা পাব।’ এবার লীগের বেশিরভাগ খেলাই অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। উদ্দেশ্যÑ দর্শক যেন মাঠে আসেন। এ প্রসঙ্গে মামুনুলের ভাষ্য, ‘আমার দৃঢ় বিশ্বাস, যদি আমরা ভাল খেলতে পারি, তাহলে অবশ্যই দর্শক খেলা দেখতে মাঠে আসবে। তাহলেই আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে। দর্শকদের বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের ফুটবল এখনও মরে যায়নি। আশা করি ঢাকা আবাহনীর বিপক্ষে আমরা সেই ধরনের নৈপুণ্য উপহার দিতে পারব। এজন্য আমরা প্রস্তুত।’ মৌসুমের শুরুতেই (গত জুনে) ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় ঢাকা আবাহনী। এবার প্রিমিয়ার লীগেরও শিরোপা পুনরুদ্ধার করতে চায় আবাহনী। পেশাদার লীগের শুরুর দিকে ঢাকা আবাহনীর ছিল একচ্ছত্র দাপট। প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় তারা। চতুর্থ মৌসুমে শেখ জামাল শিরোপা জিতলেও পরের মৌসুমে আবারও চ্যাম্পিয়ন হয় আবাহনী। কিন্তু এর পরের তিন মৌসুমেই ব্যর্থ হয় তারা। গতবার আবাহনী লীগ শেষ করে চার নম্বরে থেকে। তবে এবার সব হতাশা ঝেড়ে ফেলে আবারও মুকুট পুনরুদ্ধার করতে চায় দলটি। আবাহনীর অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান বলেন, ‘লীগে ৪/৫টি টিম একই মানের। সবার ট্রফি জয়ের সামর্থ্য আছে। তবে আমরা শিরোপার জন্যই খেলব। আমাদের দলের প্রস্তুতি খুব ভাল। সব খেলোয়াড় ফিট। বেশিরভাগ ফুটবলার জাতীয় দলে খেলে থাকে। আশা করছি লক্ষ্যে পৌঁছতে পারব।’ আবাহনীর অধিনায়ক-ডিফেন্ডার আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য অবশ্যই উঁচু। সবশেষ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। তবে এটা ভুলে আমাদের নতুন করে শুরু করতে হবে।’ এবারের স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে চট্টগাম আবাহনী ২-০ গোলে হারিয়েছিল ঢাকা আবাহনীকে। গত লীগে অবশ্য একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল ঢাকা আবাহনী। ফিরতি লেগের খেলায় দু’দল ড্র করেছিল ১-১ গোলে।
×