ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের কাজ শুরু

প্রকাশিত: ০৫:৪১, ২৫ জুলাই ২০১৬

ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের কাজ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে ছয় কার্যদিবসব্যাপী একটি ধারাবাহিক আলোচনার প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ডিএসইর সভাকক্ষে বিকেল ৩টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্টক ব্রোকার, স্টক ডিলার, প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমপ্লায়েন্স অফিসারদের সঙ্গে পুঁজিবাজার সম্পর্কিত টেকনিক্যাল কমিটির বৈঠকটি শুরু হয়। বৈঠকটি পরিচালনা করছেন টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। বিএসইসি সূত্রে জানা যায়, ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম বাস্তবায়নে বিএসইসির তদারকিতে গঠিত টেকনিক্যাল কমিটি রবি ও সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্টক ব্রোকার, স্টক ডিলার, প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমপ্লায়েন্স অফিসারদের সঙ্গে আলোচনা করবে। আর ৩১ জুলাই ও আগামী মাসের ২ আগস্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্টক ব্রোকার, স্টক ডিলার, প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমপ্লায়েন্স অফিসারদের সঙ্গে আলোচনা করবে। সকল মার্চেন্ট ব্যাংক, ক্রেডিট রেটিং কোম্পানি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এ্যান্ড ফার্মস (আরজেএসসি), এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এ্যান্ড এ্যাসোসিয়েশন, আইসিএবি, বিএমবিএ বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে ৩ আগস্ট আলোচনা করবে টেকনিক্যাল কমিটি।
×