ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহের রিয়াজ ও ওয়াজউদ্দিনের পরবর্তী চার্জ গঠন ১৯ সেপ্টেম্বর ॥ যুদ্ধাপরাধী বিচার

প্রকাশিত: ০৫:৩৪, ২৫ জুলাই ২০১৬

ময়মনসিংহের রিয়াজ ও ওয়াজউদ্দিনের পরবর্তী চার্জ গঠন ১৯ সেপ্টেম্বর ॥ যুদ্ধাপরাধী বিচার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আটক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রিয়াজ উদ্দিন ফকির ও পলাতক ওয়াজউদ্দিনের নাম অস্পষ্ট থাকায় প্রসিকিউশনের আবেদনে ফরমাল চার্জের জন্য পরবর্তী দিন ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ রাজাকারের মধ্যে যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য ২১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। ফুলবাড়িয়ার আটক রিয়াজ ফকির ও পলাতক ওয়াজউদ্দিনের বিরুদ্ধে রবিবার ফরমাল চার্জ দেয়ার কথা ছিল। কিন্তু আসামিদের নামের অস্পষ্টতা থাকায় প্রসিকিউটর হৃষিকেশ সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ১৯ সেপ্টেম্বর ফরমাল চার্জ দাখিলের নির্দেশ দেয়া হয়। ফুলবাড়িয়ার আটক রিয়াজ ফকির ও পলাতক ওয়াজউদ্দিন এবং গ্রেফতারের পর মৃত্যুবরণকারী আমজাদ হাজীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তবে আমজাদ হাজী মারা যাওয়ায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের সময় তাকে আসামির তালিকা থেকে বাদ দিতে প্রসিকিউশনকে অনুরোধ করেছেন তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ২২ আগস্ট থেকে ২১ নবেম্বর পর্যন্ত ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে তারা অপরাধগুলো সংঘটিত করেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। মৌলভীবাজারের ৫ রাজাকার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ রাজাকারের মধ্যে যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য ২১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ট্রাইব্যুনালে সময়ের আবেদন করেন। এই ৫ রাজাকার হলো, শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। তাদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন।
×