ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় আগুনে পুড়িয়ে ৬ বছরের শিশু হত্যা ॥ সৎমা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৪, ২৫ জুলাই ২০১৬

নওগাঁয় আগুনে পুড়িয়ে  ৬ বছরের শিশু  হত্যা ॥ সৎমা  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ জুলাই ॥ জেলার মান্দায় আরাফাত হোসেন (৬) নামে এক শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের মকলেছার রহমানের ছেলে। ঘটনায় নিহতের সৎমা সাথী আক্তারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শিশুটির আপন মা আঙ্গুরী বিবিকে প্রায় আড়াই বছর আগে তালাক দেয়া হয়। প্রায় এক বছর আগে শ্রীরামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে সাথী আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন বাবা মকলেছার রহমান। সৎ মায়ের সংসারেই শিশু আরাফাত বেড়ে উঠছিল। নিহত আরাফাতের দাদি জাহেরা বিবি জানান, রবিবার সকালে নাতি আরাফাতকে সুস্থ অবস্থায় রেখে তিনি গোবিন্দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে ঘটনার দিন দুপুরে তিনি আরাফাতের মৃত্যুর সংবাদ জানতে পারেন। নিহত আরাফাতের বাবা মকলেছার রহমান স্থানীয় সতীহাট বাজারের সাহাবুদ্দীনের ফার্নিচারের কারখানায় কাজ করছিলেন। প্রতিবেশী এক যুবকের মাধ্যমে তিনি ছেলের মৃত্যুর সংবাদ পান। পুলিশ জানায়, দুধের তৈরি ক্ষীরের সঙ্গে বিষ মিশিয়ে শিশুটিকে হত্যার পর আগুনে পুড়িয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের ব্যবস্থাসহ সৎমাকে গ্রেফতার করা হয়েছে।
×