ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে র‌্যাব পরিচয়ে যুবককে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৫:৩৩, ২৫ জুলাই ২০১৬

যশোরে র‌্যাব পরিচয়ে যুবককে তুলে  নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে আবু তাহের (২৮) নামে এক যুবকের খোঁজ মিলছে না। সাদা পোশাকে একদল লোক র‌্যাব সদস্য পরিচয় দিয়ে গত ২১ জুলাই বৃহস্পতিবার তার সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তার খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। আবু তাহের ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তাহেরের স্ত্রী নাজমা খাতুনের অভিযোগ, গত ২১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাদা পোশাকে একদল লোক তাদের বাড়িতে গিয়ে তাহেরকে খোঁজ করে। পরে তারা তাকে একটি গাড়িতে ওঠায়। জিজ্ঞাসা করলে তাদের জানানো হয়, তারা র‌্যাবের লোক। তার (তাহের) বিরুদ্ধে অভিযোগ আছে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তিনি কোতোয়ালি থানা আদালতসহ একাধিক স্থানে খোঁজ করেছেন। কিন্তু তাকে পাননি। কোতোয়ালি থানায় স্বামীর খোঁজ করতে এসে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ বিষয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানিয়েছেন, র‌্যাব পরিচয় দিয়ে কাউকে তারা আটক করেনি। এদিকে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, তাহের নামে কেউ আটক আছে কি-না তা আমার জানা নেই।
×