ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৭, ২৫ জুলাই ২০১৬

জামালপুরে ট্রেনে কাটা পড়ে  দুইজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৪ জুলাই ॥ জামালপুরে পৃথক দু’টি ঘটনায় শনিবার রাতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে থানার ওসি মোঃ নাছিরুল ইসলাম মজুমদার জানান, রাতে রেলওয়ে স্টেশন ফ্ল্যাটফর্মের সামনে লাইন পার হওয়ার সময় মেলান্দহ উপজেলার কুলিয়া গ্রামের সায়েফ উদ্দিন (৫৫) দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপর ঘটনায় একই সময় জামালপুর সদর উপজেলার নরুন্দি স্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত (৪৫) বয়সের এক মহিলা ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। শুরু হচ্ছে চসিকের ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় আগামী ১ আগস্ট শুরু হচ্ছে ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ কার্যক্রম। ৭টি ওয়ার্ড দিয়ে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা ডিসেম্বরের মধ্যে সবক’টি ওয়ার্ডে সম্প্রসারিত হবে। এ লক্ষ্যে ২ হাজার সেবক নিয়োগ ও ১০ হাজার বিন এবং ২ হাজার ভ্যানগাড়ি কেনা হচ্ছে। রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১২তম সাধারণ সভায় এ তথ্য জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়র বলেন, ডোর টু ডোর আবর্জনা সংগ্রহের কর্মসূচী ব্যয়বহুল হলেও নগরীর পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে এই কার্যক্রম পরিচালিত হবে। বিগত এক বছরের কার্যক্রম এবং আগামী তিন বছরের পরিকল্পনা উপস্থাপন করে তিনি বলেন, ৪১টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের জন্য একইসঙ্গে কম্পিউটার সরবরাহ করা হবে। একই ডিজাইনের ৫৫টি ওয়ার্ড কার্যালয় গড়ে তোলা হবে। পক্ষকালব্যাপী বৃক্ষমেলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ। অর্থ-পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান’ সেøাগানকে সামনে রেখে বিভাগীয় শহর বরিশালে রবিবার সকালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সামাজিক বন বিভাগ, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেনÑ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল কালাম আজাদ, বরিশাল অঞ্চলের বন সংরক্ষক (কোস্টাল) আবু নাসের খান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোঃ আঃ আজিজ ফরাজী, বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ জুলাই ॥ রবিবার মহাদেবপুরে কমিউনিটি এ্যাম্বুলেন্স, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ডিকশনারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলমারি বিতরণ করা হয়েছে। এলজিএসপি-২ এর ২০১৫-১৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব বিতরণ করা হয়। মহাদেবপুর উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
×