ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবিতে ৯ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

প্রকাশিত: ০৪:০৬, ২৫ জুলাই ২০১৬

চবিতে ৯ দিনব্যাপী  স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশাসনের অন্যতম প্রতিপাদ্য বিষয়। বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কর্মকা- গতিশীল করতে এবং কাজের মানোন্নয়নে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ব্যুরো অব বিজনেস রিসার্চ-এর ব্যবস্থাপনায় কর্মকর্তাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। রবিবার ছিল ৯ দিনব্যাপী এই প্রোগ্রামের প্রথম দিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ও ব্যুরো অব বিজনেস রিসার্চ-এর চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন। ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুরের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি এ্যাকাউন্টিং বিভাগের প্রফেসর কেএম গোলাম মহিউদ্দিন।
×