ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা ॥ দুই যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৬, ২৫ জুলাই ২০১৬

সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা ॥ দুই যুবকের মৃতদেহ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নারায়ণগঞ্জ ও কালকিনিতে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় সালিশ বৈঠকে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের বাগানবাড়ী স্কুল মাঠে। একান্নপুর গ্রামের মৃত মশির উদ্দীনের ছেলে আবু তাহের ও তার ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবু তাহের (৬৫) কে পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে নিহত আবু তাহেরের ছেলে এনতাজুল ১২ জনকে আসামি করে শনিবার রাতে পীরগঞ্জ থানায় মামলা করেছে। এ ঘটনায় তাহমিনা নামে এক মহিলাকে পুলিশ আটক করে রবিবার জেল হাজতে পাঠিয়েছে। নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে অজ্ঞাত এক ব্যক্তির (৩২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে আড়াইহাজার থানা পুলিশ উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় পানিতে ভাসমান গলিত লাশটি উদ্ধার করে। কালকিনি, মাদারীপুর ॥ কালকিনি উপজেলার আলীনগর এলাকার আড়িয়াল খাঁ নদীর ফাসিয়াতলা লঞ্চঘাটের পাশে একটি পাটক্ষেত থেকে রবিবার দুপুরে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ওই যুবকের এখন পর্যন্ত কোন পরিচয় মেলেনি। জানা গেছে, আড়িয়াল খাঁ নদের পাড়ের পাটক্ষেতে অজ্ঞাত যুবকের মাথাবিহীন লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেয়।
×