ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদা না দেয়ায় ভোলায় মাছ লুটের চেষ্টা

প্রকাশিত: ০৪:০৬, ২৫ জুলাই ২০১৬

চাঁদা না দেয়ায় ভোলায় মাছ লুটের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ জুলাই ॥ সদরের পরাগঞ্জ এলাকায় চাঁদা না দেয়ায় ট্রাক থেকে ইলিশ মাছ লুট করার চেষ্টা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটিয়েছে পূর্ব-ইলিশা ইউনিয়নের ছাত্রলীগ সম্পাদক সোহাগ। পরিস্থিতি বেগতিক দেখে ওই ছাত্রলীগ নেতা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে। এসব তথ্য পুলিশ ও স্থানীয় সূত্রের। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে ইলিশ মাছ বোঝাই ট্রাক ভোলার দৌলতখান থেকে ঝিনাইদহ যাচ্ছিল। ট্রাকটি পরানগঞ্জ এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলযোগে বাপ্তা ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক সোহাগের নেতৃত্বে কয়েক যুবক থামিয়ে ২০ হাজার টাকা দাবি করে। কারণ জানতে চাইলে বলে, ট্রাকে অবৈধ মাল আছে-চাঁদা দাও নইলে পুলিশে ধরিয়ে দেয়া হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ট্রাকে উঠে মাছের ঝুড়ি খুলে বড় বড় ইলিশ লুট করার চেষ্টা করে। এ সময় মাছের মালিকপক্ষ খবর দিলে ভোলা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হলে ছাত্রলীগ সম্পাদক সোহাগ ও তার সঙ্গীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে সোহাগের বক্তব্য পাওয়া যায়নি। তবে পূর্ব-ইলিশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন বলেন, চাঁদাবাজি বা মাছ লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পুলিশ অযথাই সোহাগের মোটরসাইকেল জব্দ করেছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবীর জানান, ছাত্রলীগের ওই নেতা ট্রাক থামিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে তিনি শুনেছেন। তারা মোটরসাইকেল আটক করেছেন। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
×