ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী প্রতিরোধ

গণজমায়েত ও সমাবেশ

প্রকাশিত: ০৪:০৫, ২৫ জুলাই ২০১৬

গণজমায়েত ও সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ হত্যা, সন্ত্রাস ও জঙ্গী হামলা প্রতিরোধে দেশব্যাপী রবিবার গণজমায়েত, সমাবেশ, মানববন্ধন, শান্তি সমাবেশ, গ্রাম পঞ্চায়েত সমাবেশ ও গণমিছিলের আয়োজন হয়। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এসব আয়োজন হয়। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : রাজশাহী ॥ মানববন্ধন ও সমাবেশ করেছেন আইনজীবীরা। গুপ্ত হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে রবিবার রাজশাহী আদালত চত্বরে এ কর্মসূচী পালিত হয়। রাজশাহী আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সকাল ৯টা থেকে এ কর্মসূচীর আয়োজন করে। আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট রবিউল হক প্রমুখ। মুন্সীগঞ্জ ॥ মানববন্ধন ও মিছিল করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, লৌহজং মুক্তিযোদ্ধা সংসদ, যুগান্তর স্বজন সমাবেশ ও অন্বেষণ লৌহজং। রবিবার উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ থেকে লৌহজং কলেজ রোড পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন শেষে সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ শিকদার প্রমুখ। পঞ্চগড় ॥ রবিবার দুপুরে দেবীগঞ্জ মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবীগঞ্জ বিজয় চত্বরে এসে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক খগেন্দ্রনাথ সেন, প্রভাষক নুরুজ্জামান হালিম, কাজী কামাল ইকবাল, শিক্ষার্থী বিউটি আখতার, মনিষা মনি, আফসানা মিমি বক্তব্য রাখেন। বরিশাল ॥ রবিবার সকালে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের গৈলা এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাজারের উপজেলা ছাত্রলীগের সহসভাপতি উজ্জল খলিফার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরদার, গৈলা ইউনিয়নের চেয়ারম্যান শোয়েব ইমতিয়াজ লিমন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ। নীলফামারী ॥ জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিশ্ব বাংলা সাহিত্য আসর নামের একটি সামাজিক সংগঠন। রবিবার সকাল ১১টায় শহরের কালীবাড়ি মোড়ের অফিস চত্বর থেকে জঙ্গীবাদ বিরোধী মিছিল বের করে। হবিগঞ্জ ॥ রবিবার দুপুরে সদর উপজেলাধীন শায়েস্তাগঞ্জ পৌরশহরে বিশাল সমাবেশ হয়েছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াছিন। প্রধান অতিথি ছিলেন, এমপি এ্যাডভোকেট আবু জাহির। ভোলা ॥ বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাংলা স্কুল মাঠে জেলা যুবলীগের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। মানিকগঞ্জ ॥ রবিবার মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত গণজমায়েত ও মানববন্ধন হয়। শহীদ রফিক সড়কে এ গণজমায়েত ও মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, গণজাগরণ মঞ্চ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ, পৌর সামাজিক কল্যাণ সমিতি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর আসরসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শেরপুর ॥ সরকারী কলেজের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঘণ্টাব্যাপী ওই সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রশিদ, গণিত বিভাগের প্রধান অধ্যাপক মজিবর রহমান, সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর সরকারী কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি এমদাদুল হক রিপন প্রমুখ। ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, যারা এই দেশে জেএমবি সৃষ্টি করেছে সেই বিএনপি ও জামায়াত জোটের সঙ্গে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধ বিষয় কোন জাতীয় ঐক্য হতে পারে না। তিনি রবিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোন অবমুক্ত এবং মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেছেন। জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী সভাপতিত্ব করেন। মৌলভীবাজার ॥ উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও গ্রাম পঞ্চায়েতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। মাগুরা ॥ রবিবার দুপুরে ভায়নার মোড় থেকে ডিসি কোর্ট পর্যন্ত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করেন। গাজীপুর ॥ রবিবার মহানগরীর পূবাইল মিরেরবাজার চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার)। সিনিয়র সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুলাইমান, রাসেল শেখ প্রমুখ। কেরানীগঞ্জ ॥ দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষকলীগের উদ্যোগে রবিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-নবাবগঞ্জ সড়কের জনি টাওয়ার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। থানা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সভাপতিত্ব করেন।
×