ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপবৃত্তির টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৫, ২৫ জুলাই ২০১৬

উপবৃত্তির টাকা আত্মসাতের  প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে রবিবার উপজেলার পাথরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থী-অভিভাবকরা বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। ছাত্রছাত্রীদের বরাদ্দকৃত উপবৃত্তির টাকা সম্পূর্ণ না দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন খরচ বাবদ কেটে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানান, ১২ মাসে ৪ কিস্তির উপবৃত্তির টাকা দেয়ার সময় ২শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত কেটে রাখা হচ্ছে। তাছাড়া টয়লেট পরিষ্কার ও বিদ্যুত বিল বাবদ ছাত্রছাত্রীদের কাছ থেকে মাসিক ৫০ টাকা করে নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের সান্ত¡না দিতে গিয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুর রহমান বলেন, এ টাকা থেকে ১ পয়সাও কেটে নেয়ার নিয়ম নেই। যদি কেউ নিয়ে থাকে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক লুৎফুন নাহার জানান, শিক্ষা অফিসের নিয়ম অনুযায়ী আমরা টাকা দিয়েছি। একটু মিস্টেক হতে পারে। এই ঘটনা নিয়ে এলাকার একটি মহল আমাকে বিদ্যালয় হতে সরানোর জন্য চক্রান্ত শুরু করেছে। শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৪ জুলাই ॥ কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরণের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দেয়ার প্রতিবাদে রবিবার দুপুরের বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। জানা গেছে, কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরণের বিরুদ্ধে পূর্বশত্রুতার জের ধরে গত ১২ জুলাই মাদারীপুর আদালতে বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন একেই এলাকার প্রতিপক্ষ মোঃ দেলোয়ার হাওলাদার। কিন্তু চাঁদাবাজি মামলায় উল্লেখিত ঘটনার তারিখের ওই দিন শিক্ষক সোহরাফ হোসেন কিরণ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং বিদ্যালয়ের পরিদর্শনের কাজ চলছিল বলে জানা গেছে। কিন্তু এ রকম একটি মামলা দায়েরের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ জুলাই ॥ বাগাতিপাড়ার স্ত্রী শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী তুষার ইমরান তুফানকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এ সময় অপর তিন অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। জানা যায়, ২০১৪ সালের ১১ জুন বাগাতিপাড়া উপজেলার পাঁকা দক্ষিণপাড়া গ্রামের আকসেদ আলীর মেয়ে শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধ করে হত্যা করে নিহতের স্বামী তুষার ইমরান তুফান। ২য় বর্ষ অনার্র্স পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীার্থীদের আবেদন ফরম পূরণ রবিবার থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বনঁ.নফ) এবং (িি.িহঁনফ.রহভড়) থেকে পাওয়া যাবে। স্বেচ্ছাসেবক লীগ নেতার সন্ধানে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে নিখোঁজ স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফের সন্ধান দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। রবিবার দুপুরে সদর বাজারের কাপুড়িয়া পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৫ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গার্মেন্টস ব্যবসায়ী ২ সন্তানের পিতা আবু হানিফ হাওলাদার (৩৫)। মানববন্ধনে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। হিজড়া দলিত হরিজন ও বেদেদের জন্য সেমিনার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সমাজসেবা অধিদফতরের আয়োজনে রবিবার বগুড়ায় ‘হিজড়া, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক সেমিনার এবং ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। সকালে শহরের বারপুরে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনার ও প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। ট্রেনের তেল চোর গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ভেতর থেকে তেল চুরির প্রস্তুতিকালে দুই চোরকে তেল চুরির সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়েছে। এরা হলোÑ ঈশ্বরদী শহরের রাশেদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম ও আব্দুল মতিনের ছেলে বাঁধন। একটি চৌকস দল রবিবার ভোরে তাদের চাটমোহর স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। ভোলায় মৎস্যজীবীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ জুলাই ॥ ভোলার মেঘনা, তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীর গডফাদার উচ্ছেদ, ভিজিএফের চাল বিতরণের দুর্নীতি বন্ধসহ ৫ দফা দাবিতে ভোলায় মৎস্যজীবীরা মানববন্ধন করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভোলার বিভিন্ন উপজেলার কয়েক শ’ জেলে ও আড়তদার অংশ নেন। সমিতির সভাপতি নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। ঈশ্বরদীতে পাঁচ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী আওয়ামী লীগের মিছিলে অস্ত্রের মহড়া, বোমা বিস্ফোরণ ও হামলা-মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলায় পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মশুরিয়াপাড়ার আবদুল লতিফের ছেলে শরিফুল ইসলাম ও নুর আলীর ছেলে আমিনুল ইসলাম, চরগড়গড়ির করম আলীর ছেলে আবদুস সাত্তার, বাবুপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে আমিনুল ইসলাম ও নাটোরের গোসাইপুরের মিজান আলীর ছেলে শাহিন ইসলাম। পিতা-পুত্রকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার সুবচনী বাজারে রবিবার পিতা-পুত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মির্জানগর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী হাজি শফিউদ্দিন খানের সঙ্গে তার ছোট ভাই নজরুল ইসলাম খানের দীর্ঘদিন ধরে সুবচনী বাজারের আরএস ১৭৫/১৭৬নং দাগের ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে শফিউদ্দিন খান তার ছেলে মামুন খান এবং তাদের গাড়ির ড্রাইভার মিলন ঢাকা হতে ওই সম্পত্তির সামনে আসলে নজরুল খান ও তার দুই ছেলে রতন খান, মিলন খান ধারালো ছুরি দিয়ে কুপিয়ে শফিউদ্দিন ও মামুন খানকে গুরুতর আহত করে এবং ড্রাইভার মিলনকে পিটিয়ে জখম করে চলে যায়।
×