ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্মম নির্যাতনের জবানবন্দী দিলেন সেই গৃহবধূ

প্রকাশিত: ০৪:০৪, ২৫ জুলাই ২০১৬

নির্মম নির্যাতনের  জবানবন্দী দিলেন  সেই গৃহবধূ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ রিফাহ তাসফিয়া আদালতে জবানবন্দী দিয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে তাসফিয়াকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে একটি এ্যাম্বুলেন্সে করে আদালতে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত-১ এ স্বামীর অমানুষিক নির্যাতনের জবানবন্দী দেন। যৌতুকের লোভে তার স্বামী নির্যাতন চালিয়ে তার হাত-পা ও পাঁজর ভেঙ্গে দিয়েছে। পুলিশ জানায়, আদালতের বিচারক মোকসেদা আসগার তার খাস কামরায় বেলা ১২টা ৫ মিনিট থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত রিফাহ তাসফিয়ার জবানবন্দী গ্রহণ করেন। জবানবন্দী শেষে ভিকটিমের আইনজীবী জতিউল ইসলাম শাফি সাংবাদিকদের বলেন, তিনি তার ওকালতির জীবনে এমন নির্মম নির্যাতনের ঘটনা আর দেখেননি। যৌতুকের জন্য তাসফিয়ার স্বামী তার দুই হাত ও এক পা ভেঙ্গে দিয়েছে। বুকের ও পাঁজরের দুটি হাড়ও ফেটে গেছে। মাথায় সেলায় পড়েছে ১৬টি। এসব নির্যাতন কেন হয়েছে, কীভাবে হয়েছে এবং এর সঙ্গে কারা কারা জড়িত, সেসব বিষয়ই জবানবন্দীতে আদালতকে জানিয়েছেন রিফাহ তাসফিয়া। গত ১১ জুলাই থেকেই তিনি রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) বিভাগে চিকিৎসাধীন। প্রসঙ্গত, দুই বছর আগে রাজশাহী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার ফজলুল হকের ছেলে শামিউল হক সোহাগকে (৩০) ভালবেসে বিয়ে করেন ভাটাপাড়া এলাকার আবদুস সালামের মেয়ে রিফাহ তাসফিয়া। তাদের ৬ মাসের একটি কন্যা রয়েছে।
×