ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে নিখোঁজ ভাইয়ের খোঁজে জিডি

প্রকাশিত: ০৪:০৩, ২৫ জুলাই ২০১৬

যশোরে নিখোঁজ  ভাইয়ের খোঁজে  জিডি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সাড়ে পাঁচ বছর আগে একই ফ্যাক্টরির নারী শ্রমিককে ভাগিয়ে নিয়ে চলে গেছেন সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের আব্দুল শেখের ছেলে আসাদুজ্জামান মিন্টু। সেই থেকে মিন্টু নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করে তার দেখা পায়নি পরিবারের লোকজন। তবে সেই নারী শ্রমিক রোকেয়ার সঙ্গে দেখা হলেও মিন্টুর কোন হদিস নেই। রোকেয়া বা তার মা বাবা এ বিষয়ে কোন কথাও বলেন না। মিন্টুর চাচাত ভাই অভয়নগরের এক ব্যাংকের লিগ্যাল এইড ডিভিশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রবিবার বিকেলে কোতোয়ালি থানায় এ সংক্রান্ত অভিযোগ দিতে এসে কাছে এ কথা করেন। তিনি বলেছেন, তার চাচাত ভাই মিন্টু একই গ্রামের সার কারখানায় কাজ করতেন। সেখানে নারী শ্রমিক হিসেবে কাজ করতেন সীতারামপুর রাজারহাট পশ্চিমপাড়ার সুরুজ মুন্সীর মেয়ে রোকেয়া বেগম। তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় ২০১০ সালের ডিসেম্বর মাসের দিকে তারা এলাকা ছেড়ে ঢাকায় চলে যায়। এ ঘটনা শোনার পর মিন্টুর পরিবার তার সঙ্গে কোন যোগাযোগ করেনি। তিনি সে সময় লোকমুখে শুনেছিলেন, তারা ঢাকায় চলে গেছে। এরপর তাদের কোন খোঁজ মেলাতে পারেননি। এতদিন পর ভাইয়ের খোঁজ করতে কিছুদিন আগে তিনি রাজারহাট পশ্চিমপাড়ায় রোকেয়ার বাড়িতে যান। সেখানে রোকেয়ার দেখা মিললেও তার ভাইয়ের দেখা মেলেনি। জিজ্ঞাসা করলে রোকেয়া, তার বাবা সুরুজ মুন্সী, মা রোজিনা বেগম জানান, ‘আপনারা খোঁজ নিয়ে দেখেন কোথায় আছে। আমরা জানি না।’ এতদিন পর ভাইয়ের খোঁজ জানতে চাওয়ার কারণে সম্পর্কে তিনি বলেছেন, আদৌ বেঁচে আছে না-কি মারা গেছে তাই জানার জন্য পুলিশের কাছে এসেছি।
×