ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:০৩, ২৫ জুলাই ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সিলেট তিন, জামালপুর, কিশোরগঞ্জ ও রংপুরে একজন করে নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। সিলেট ॥ রবিবার সকালে সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। জানা যায়, সুনামগঞ্জ থেকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস সিলেট আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ হয়। নিহতরা হলেন জালালাবাদ থানার কালারুকা গ্রামের আরশ আলীর ছেলে সালেহ আহমদ (১২), আউশা গ্রামের মনু মিয়ার ছেলে শামীম আহমদ (২২) ও অটোরিক্সা চালক সুনামগঞ্জের ছাতক উপজেলার সুতারকালি গ্রামের আব্দুল মালিকের ছেলে মামুন মিয়া (২০)। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। জামালপুর ॥ বকশীগঞ্জে শ্যালোচালিত ভ্যানচাপায় শাহা আলম (১২) নামে এক শিশু মারা গেছে। রবিবার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহা আলম বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মাঝপাড়া এলাকায় রাস্তার পাশে শাহা আলম ও বিপুল নামে দুই শিশু দাঁড়িয়েছিল। এ সময় শ্যালোচালিত একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে দুজনই গুরুতর আহত হয়। প্রথমে তাদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহা আলমের মৃত্যু হয়। অপর শিশু বিপুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ ॥ কটিয়াদী উপজেলায় ট্রাকচাপায় সজীব মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি বাজিতপুরের পিরিজপুর গজারিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। নিহত ব্যক্তি পেশায় চাল ব্যবসায়ী ছিলেন। রবিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী পৌরসভার বরাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভৈরব থেকে একটি মালবাহী ট্রাক কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে কটিয়াদীর বরাদিয়া এলাকায় পৌঁছে মোটরসাইকেল আরোহী সজীবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রংপুর ॥ রংপুরে রবিবার দুপুরে বাসচাপায় সুভাষ চন্দ্র মাহাতো (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মহানগরের মডার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ২টার দিকে সুভাষ মডার্ন মোড়ে রাস্তা পারাপারের সময় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী চম্পা-সুমন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত সুভাষ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনে কর্মরত ছিলেন এবং মডার্ন মোড়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি সিরাজগঞ্জের দীনেশ চন্দ্র মাহাতোর ছেলে বলে পুলিশ জানায়।
×