ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৩:৫৬, ২৫ জুলাই ২০১৬

অন্যরকম

আইএসের মতো হুমকি এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরকে জীবনের জন্য আইএসের মতোই হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অস্ট্রিয়া সফররত কেরি শুক্রবার বলেন, মন্ট্রিয়ল প্রটোকলে হাইড্রোফ্লোরো কার্বন যৌগসমূহের (এইচএফসি’স) উৎপাদন নিষিদ্ধ করা হলেও গৃহস্থালি ও শিল্পের প্রয়োজনে দেদার ওসব কেমিক্যাল উপাদান উৎপাদন করা হয়েছে। ফলে আমরা এখন জলবায়ু পরিবর্তনের মতো বিপদের মধ্যে আছি। Ñওয়াশিংটন এক্সামিনার আশাবাদী নন পরিবেশবাদীরা দক্ষিণ মেরু অঞ্চল ১৯৫১ সাল থেকে ক্রমাগত উষ্ণ হয়ে চললেও এ বছর মার্চে তোলা ছবিতে দেখা গেছে বরফাচ্ছাদিত মেরুর উষ্ণতা কিছুটা কমেছে। প্রায় ৩ ডিগ্রী সেলসিয়াস শৈত্য বেড়ে গিয়ে বরফের চাঁইগুলো কিছুটা আগের অবস্থায় ফিরে যেতে শুরু করেছে। তা সত্ত্বেও আশাবাদী হতে পারছেন না পরিবেশ বিজ্ঞানীরা। তারা মনে করছেন, মেরু বায়ুর দিক পরিবর্তনের জন্য এটি হতে পারে। একে সামগ্রিকভাবে অবস্থা উন্নতির লক্ষণ বলা যায় না। Ñওয়াশিংটন পোস্ট অভিনব প্রতিবাদ প্রকাশ্য স্থানে সন্তানকে স্তন্যপান করানো যাবে নাÑ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনোসায়রিসের কেন্দ্রস্থলে কনস্টানজা সান্টোজ স্কয়ারে প্রায় ৫শ’ নারী উপস্থিত হয়ে শিশুকে স্তন্যপান করান। নোবেলজয়ী আর্জেন্টাইন মানবাধিকারকর্মী এ্যাডোলফো পেরেজ এসকুইভেল একে স্বাগত জানিয়ে বলেছেন, পুলিশের উচিত জনগণের পক্ষে থাকা, বিপক্ষে যাওয়া নয়। Ñএএফপি
×