ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক শ’ সিরীয় অভিবাসীকে প্রশিক্ষণ দেবে জার্মানি

প্রকাশিত: ০৩:৫৫, ২৫ জুলাই ২০১৬

এক শ’ সিরীয় অভিবাসীকে  প্রশিক্ষণ দেবে জার্মানি

পাইলট প্রকল্পের মাধ্যমে এক শ’ সিরীয় অভিবাসীকে প্রশিক্ষণ দেবে জার্মান সেনাবাহিনী। রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন স্থানীয় পত্রিকা ফ্রাঙ্কফুর্টার আলজেমেইনকে জানান, যুদ্ধ শেষ হলে স্বদেশে ফেরার পর তারা যেন সিরিয়ার পুনর্গঠনকাজে সহায়তা করতে পারে সেজন্য এমন প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। খবর টাইমের। ভন ডার লিয়েন বলেন, অভিবাসীদের এ পাইলট প্রকল্পে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি, ওষুধ ও রসদসামগ্রী। তবে এটা এখনও স্পষ্ট নয়, প্রতিরক্ষামন্ত্রী ভন ডার লিয়েন তার প্রশিক্ষণের এ পরিকল্পনায় আরও সিরীয় অভিবাসীকে অন্তর্ভুক্ত করবেন কি-না। কারণ গত বছর দেশটিতে আসে ১০ লাখ সিরীয় অভিবাসী। এমন প্রশিক্ষণের উদ্যোগ নেয়ার ব্যাপারে ভন ডার লিয়েন জানান, অভিবাসীরা একদিন সিরিয়ায় ফিরে যাবে আর তখন তারা যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনকাজে সহায়তা করতে পারবে। সিরীয় শরণার্থীরা জার্মান সেনাবাহিনীর বেসামরিক কাজগুলো করলেও তারা সৈনিক হিসেবে বিবেচিত হবে না বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী।
×