ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমজাদ সাবরি হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৫, ২৫ জুলাই ২০১৬

আমজাদ সাবরি হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেফতার

পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি গায়ক আমজাদ সাবরি হত্যা মামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছে। অবশ্য পুলিশ এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের কর্মকর্তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। খবর অনুযায়ী, করাচীর সুর্যানী এলাকায় অভিযান চালিয়ে একটি রাজনৈতিক দলের কর্মী এবং ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মচারী ইমরান সিদ্দিকী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সিদ্দিকী আমজাদ সাবরিকে হত্যার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগীদের নামও বলে দিয়েছেন বলে খবরে প্রকাশ করা হয়েছে। ফোনে আমজাদকে হত্যার নির্দেশ পেয়েছিলেন বলেও জানান তিনি। গুরুত্বপূর্ণ এ মামলার তদন্তের দায়িত্বে থাকা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল এসএসপি (তদন্ত) আরিব মাহের এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট এসএসপি (তদন্ত) নাভিদ খাজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
×