ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন মনমোহনের জামাই

প্রকাশিত: ০৩:৫৫, ২৫ জুলাই ২০১৬

ভারতের গোয়েন্দা  সংস্থার প্রধান  হচ্ছেন মনমোহনের জামাই

ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিডের (ন্যাটগ্রিড) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জামাই অশোক পট্টানায়েক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে নির্বাচিত করেছেন। খবর ডিএনএর। অশোক পট্টানায়েককে নিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও আপত্তি ছিল। কিন্তু সব আপত্তির অবসান ঘটিয়ে গোয়েন্দা প্রধান নির্বাচিত করলেন মোদি। মনমোহন সিংয়ের শাসনামল থাকাকালীন ন্যাটগ্রিড তৈরি হয়। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এ সংস্থার প্রধান কর্মকর্তার পদটি দীর্ঘ সময় ধরে খালি ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব অশোক প্রসাদ গত জানুয়ারি পর্যন্ত ন্যাটগ্রিড প্রধানের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। প্রসাদের অবসরের পর থেকে পদটি শূন্য ছিল। রাজনাথ সিং চেয়েছিলেন প্রসাদকেই ফের ওই পদের দায়িত্ব দেয়া হোক। ১৯৮৩ ব্যাচের গোয়েন্দাকর্তা অশোক পট্টানায়েকের স্ত্রী দমন সিংয়ের বাবা হলেন মনমোহন সিং। এজন্য ন্যাটগ্রিড প্রধানের মতো একটি গুরুত্বপূর্ণ পদে পট্টানায়েককে নিয়োগ দেয়ার বিরোধিতা করেছিলেন গোয়েন্দা-কর্মকর্তা। গোয়েন্দা বিভাগ তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নিয়ে আরএসএস বিশেষভাবে উৎসাহী। এ কারণে সাবেক প্রধানমন্ত্রীর জামাইয়ের নাম নিয়ে অনেকেই আপত্তি করেছিলেন।
×