ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য পাচারের অভিযোগে ৩ চীনা সাংবাদিককে ভারতের বহিষ্কার

প্রকাশিত: ০৩:৫৫, ২৫ জুলাই ২০১৬

তথ্য পাচারের অভিযোগে ৩ চীনা সাংবাদিককে ভারতের বহিষ্কার

চীনের সরকারী সংবাদ সংস্থা সিনহুয়ার তিনজন উচ্চপর্যায়ের সাংবাদিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তথ্যপাচার করে গোয়েন্দাদের উদ্বেগ সৃষ্টি করতে পারে। গত সপ্তাহে তাদের ৩১ জুলাইয়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। দিল্লীর সিনহুয়া ব্যুরোপ্রধান উ ওয়িং, মুম্বাই শাখাপ্রধান লু টাং ও শি ইওংগাং নামের এ তিন সাংবাদিককে ভারত ছাড়ার কথা বলে। সম্ভবত এই প্রথম ভারত চীনের সাংবাদিকদের বহিষ্কার করছে। গোয়েন্দাদের দাবি, তারা সম্ভবত কোন ছদ্মনাম নিয়েছে এবং এ তিন সাংবাদিক বিশেষ সুবিধা নিয়ে তথ্যপাচার করতে পারেÑ এ ধরনের প্রতিবেদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হলো। রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ তাদের ভিসা বাতিল করে। যদিও উর ভিসার মেয়াদ ভারতে ছয় বছর বাড়ানো হয়েছে। অন্যদের ভিসার মেয়াদও বাড়ানো হয়। সিনহুয়া চীনের সবচেয়ে প্রভাবশালী সংবাদ সংস্থা। এটি সেখানকার সরকারের মুখপত্র হিসেবেও বিবেচিত হয়। এর প্রেসিডেন্ট চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য। সিনহুয়া বেজিংকে ঘটনাটি নিশ্চিত করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
×