ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একদিনের রাষ্ট্রীয় শোক পালন, ইরানের নিন্দা

কাবুল হামলার প্রতিশোধ নেব ॥ গনি

প্রকাশিত: ০৩:৫৫, ২৫ জুলাই ২০১৬

কাবুল হামলার প্রতিশোধ  নেব ॥ গনি

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদ্যুতের দাবিতে হাজারা সম্প্রদায়ের বিক্ষোভ-সমাবেশে শনিবার আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহতদের স্মরণে রবিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এদিকে টেলিভিশনে দেয়া সরাসরি ভাষণে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি হামলায় দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দৃঢ় সঙ্কল্প ব্যক্ত করেছেন। খবর বিবিসির। কাবুলের দেহ মাজাং স্কয়ারে সংখ্যালঘু আফগান শিয়া মতাবলম্বী হাজারা জনগোষ্ঠীর সমাবেশে আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত ও ২৩০ জনের বেশি আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা একে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। হামলা তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসের পক্ষে শনিবারের হামলার দায় স্বীকার করে জঙ্গীগোষ্ঠীর মুখপাত্র আমাক এক বিবৃতিতে বলেছে, কাবুলে শিয়াদের একটি জমায়েতে দুইজন যোদ্ধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ই-মেইলে গণমাধ্যমকে বলেছেন, এ হামলার পেছনে আমাদের হাত নেই। আফগানিস্তানের জনগণকে বিভক্ত করে দেয়ার মতো কোন ঘটনা আমরা কখনও ঘটাব না। এ হামলাকে আফগানিস্তানে গৃহযুদ্ধ উস্কে দেয়ার ষড়যন্ত্র। আফগান সরকার তুর্কমেনিস্তান থেকে কাবুলে বিদ্যুত আনার জন্য নতুন একটি সঞ্চালন লাইন বসানোর পরিকল্পনা করেছে। হাজারা জনগোষ্ঠীর দাবিÑ সরকারের পরিকল্পনায় বামিয়ান ও ওয়ারদাক প্রদেশ উপেক্ষিত হয়েছে। আফগানিস্তানের মোট জনসংখ্যার ৯ শতাংশ ফার্সিভাষী হাজারা জনগোষ্ঠী মূলত ওই দুটি প্রদেশেই বসবাস করে। বামিয়ান ও ওয়ারদাক প্রদেশের ভেতর দিয়ে বিদ্যুতের লাইন বসানোর দাবিতে শনিবার কয়েক হাজার মানুষ কাবুলে সমবেত হয়। বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও ভিড়ের মধ্যে আত্মঘাতী হামলা চালানো হয়। এএফপি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাভেদ জারিফ আফগানিস্তানের রাজধানী কাবুলে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের সমাবেশে জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছেন। শনিবারের এ ঘটনায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছে। শনিবার এক টুইট বার্তায় জারিফ বলেন, ‘আফগানিস্তানে এ ভয়াবহ সন্ত্রাসী বোমা হামলার ঘটনা দায়েশের আরেকটি অপকর্ম। শিয়া ও সুন্নী উভয় সম্প্রদায়ের মানুষই তাদের হামলার শিকার। উভয় সম্প্রদায়কে একসঙ্গে জঙ্গীদের মোকাবেলা করতে হবে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম গাশেমি বলেন, ‘সকল দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা ছাড়া আইএসকে নির্মূল করা সম্ভব হবে না।’ তিনি আরও বলেন, বিশ্বের যে কোন স্থানেই এই ‘অমানবিক ও অনৈসলামিক’ হামলা সমর্থন করা যায় না।
×