ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২৫ জনের মৃত্যু

চীনে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা

প্রকাশিত: ০৩:৫৪, ২৫ জুলাই ২০১৬

চীনে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা

চীনে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত ২২৫ জনে পৌঁছেছে বলে জানা গেছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ওই বন্যায় মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে এখনও প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়ে আছে। ১৮ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত একটানা প্রবল বর্ষণের কারণে এ বন্যা সৃষ্টি হয়। হুবেই প্রদেশের তিয়ানমেন সিটি গবর্নমেন্ট এ কথা জানায়। খবর এএফপির। বন্যায় তিয়ানমেন সিটির ১০টি এলাকা তলিয়ে গেছে এবং ৬ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যাদুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে পাঁচ শতাধিক সৈন্য, এক হাজার লোক এবং ৬২টি স্পিডবোট পাঠানো হয়েছে। এছাড়া নদী তীরের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারেরও বেশি লোককে পাঠানো হয়েছে। বন্যউপদ্রুত হুবেই প্রদেশে কমপক্ষে ১১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ১১১ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রায় ৩ লাখ ১০ হাজার লোককে বন্যাউপদ্রুত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ভারিবর্ষণে চীনের উত্তর ও মধ্যাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত শুধু হুবেই প্রদেশেই ১১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বন্যায় হুবেই এবং হেনান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ভারি বৃষ্টিপাতে প্রদেশ দুটিতে হঠাৎ বন্যা ও ভূমিধস হয়েছে। শনিবার পর্যন্ত হুবেই প্রদেশেই ৫৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রদেশটির শুধু শিংতাই শহরেই অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার কোন পূর্বাভাস না দেয়ায় প্রদেশটির ক্ষুব্ধ বাসিন্দারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কয়েক হাজার বিক্ষুব্ধ গ্রামবাসী একটি সড়ক অবরোধ করে, পরে পুলিশ গিয়ে প্রতিবাদকারীদের সরিয়ে দেয়।
×