ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাটের ব্যবহার উৎসাহিত করতে নকশা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৪৯, ২৫ জুলাই ২০১৬

পাটের ব্যবহার উৎসাহিত করতে নকশা প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ সৃজনশীল উপায়ে পাটের ব্যবহারে উৎসাহিত করতে নকশা প্রতিযোগিতার আয়োজন করবে আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকা, গ্যোয়টে ইনস্টিটিউট বাংলাদেশ; অটবি এন্ড গোল্ড অব বেঙ্গল। স্থাপত্য বিভাগ, চারুকলার ছাত্রছাত্রীদের এ প্রকল্পে নকশা জমা দিতে বলা হয়েছে। তবে আগ্রহীদের বয়স হতে হবে ৩৫ এর নীচে। সংশ্লিষ্টদের আসন, নিচু টেবিল, তাক ইত্যাদি নকশা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার কথা বলা হয়েছে। জমাকৃত নকশাগুলোর মধ্য থেকে ৮টি নকশা বেছে নেয়া হবে। তারপর নির্বাচিত নকশাকারীদের এক সপ্তাহের কর্মশালায় আমন্ত্রণ জানানো হবে। এতে প্রশিক্ষক থাকবেন ফরাসী/জার্মান পেশাদার নকশাকার এবং কারিগর। কর্মশালাটি ঢাকায় অনুষ্ঠিত হবে ।
×