ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রজনীকান্তের ‘কাবালি’ চলচ্চিত্রের রেকর্ড

প্রকাশিত: ০৩:৪৮, ২৫ জুলাই ২০১৬

রজনীকান্তের ‘কাবালি’ চলচ্চিত্রের রেকর্ড

সংস্কৃতি ডেস্ক ॥ হিরো হওয়ার জন্য যে সুদর্শন হতেই হবে এমনটি নাও হতে পারে। বরং সুদর্শন না হয়েও যে স্টাইলিস্ট এবং ভাল অভিনয়গুণে দুনিায়জোড়া খ্যাতি অর্জন করা যায় তার অন্যতম প্রমাণ ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। সুপারস্টার হিসেবে তিনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তার চলচ্চিত্র মুক্তির দিনে স্থানীয়ভাবে বিভিন্ন অফিস-আদালত ছুটি ঘোষণা করা হয়। তার নতুন চলচ্চিত্র ‘কাবালি’র মুক্তি ভারতে পরিণত হয়েছে একটি উৎসবে। জানা যায়, ‘কাবালি’র মুক্তি উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল চেন্নাই, বেঙ্গালুরু আর মেঙ্গালুরের অধিকাংশ অফিসে। কোন কোন কোম্পানি তো ‘কাবালি’র টিকেটও উপহার দিয়েছে কর্মকর্তা-কর্মচারীদের। ‘থালাইভার’-এর ভক্তরা নানা কর্মসূচীর মাধ্যমে উদযাপন করে দিনটিকে। হবেই বা না কেন। কারণ তিনি যে রজনীকান্ত। তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে অনেকটাই স্বয়ং দেবতা। রজনী যেন সেই ভক্তদের কাছে দেবতাই। তার নতুন চলচ্চিত্র ‘কাবালি’ নিয়ে যে একটা হই চই হবে সে রকম ঝড়ের আভাস ছিল আগে থেকেই। এবার সেই ঝড়ের প্রথম ঝাপটা এসে লাগলো ভারতীয় চলচ্চিত্র বাজারে। রজনীকান্তের নতুন চলচ্চিত্র ‘কাবালি’ মুক্তির প্রথম দিনেই আয় করে নিয়েছে ৩৫ কোটি রুপী। ভারতে ১২ হাজারেরও বেশি হলে মুক্তি পেয়েছে ‘কাবালি’। প্রথম দিনেই ৩৫ কোটি রুপীর উপরে আয় করেছে চলচ্চিত্রটি। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইটারে জানান, শুরু হলো দীর্ঘ প্রতিক্ষিত ‘কাবালি’র যাত্রা। দর্শক উন্মত্ত হয়ে ছিল যার জন্য। দুনিয়া কাঁপানো এক বক্স অফিস সংগ্রহের জন্য প্রস্তুত ছিল সবাই। যদিও স্যাটেলাইট স্বত্বসহ অন্য চুক্তির মাধ্যমে মুক্তির আগেই ২০০ কোটি রুপী আয় করেছে চলচ্চিত্রটি। ভারতে অনেকগুলো রেকর্ড ভেঙ্গে বক্স অফিসে বিরাট অঙ্কের সংগ্রহের দিকে এগুচ্ছে ‘কাবালি’। মুক্তির প্রথম দিনে সিনেমা হলগুলোতে দর্শকদের লম্বা লাইন শুরু হয় ভোর ৫টা থেকে। এদিকে কেবল ভারতেই নয়, উত্তর আমেরিকাতেও চলচ্চিত্রের বাজারকে কাঁপিয়ে দিয়েছে ‘কাবালি’। দুনিয়াজোড়া প্রায় ৫০০০ পর্দায় একসাথে মুক্তি পাওয়া ‘কাবালি’ গল্প বলে এক গ্যাংস্টারের যে কিনা নিরন্তর লড়ে যাচ্ছে মালয়েশিয়ায় তামিল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তেলেগু, তামিল, হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাওয়া এই চলচ্চিত্রেয় রজনীকান্তের সাথে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কিশোর, দিনেশ, ধানসিকা, কালাইরাসান এবং উইন্সটন চাও। এদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজার থেকেই আয় করেছে প্রায় ২০ লাখ ডলার, জানিয়েছে বিতরণ প্রতিষ্ঠান সিনেগ্যালাক্সি ইনকর্পোরেশন। যেখানে চারশটিরো বেশি পর্দায় মুক্তি পেয়েছে ‘কাবালি’। উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে যে কোন ভারতীয় চলচ্চিত্রের চেয়ে বেশি আয় করেছে ‘কাবালি’। প্রথম শো থেকেই চলচ্চিত্রটি আয় করেছে প্রায় ২০ লাখ ডলার। এমনটাই জানিয়েছেন সিনেগ্যালাক্সির অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জয় দুসারি। বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথের মতে একমাত্র রজনীকান্তের কোন চলচ্চিত্র পারে প্রথম দিনেই এতো পরিমাণ আয় করতে। অন্য কোন চলচ্চিত্রের পক্ষে মুক্তির প্রথম দিনে এই পরিমাণ আয় করা অসম্ভব। মুক্তির আগেই দর্শকদের মধ্যে সৃষ্টি হওয়া ‘কাবালি’ আলোড়ন আর চলচ্চিত্রের সঙ্গে রজনীকান্তের সংশ্লিষ্টতার কারণেই সম্ভব হয়েছে এটা। এর আগে যুক্তরাষ্ট্রে ‘বাহুবলি’ মুক্তির দিনে আয় করেছিল প্রায় ১৪ লাখ ডলার যেখানে ‘সুলতান’-এর আয় ছিল ৭ কোটি ৮৬ লাখ ডলার। যার মানে যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম দিনে ‘বাহুবলি’ আর ‘সুলতান’-এর আয়ের রেকর্ডটি এখন ‘কাবালি’র দখলে।
×