ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৪৬, ২৫ জুলাই ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২১. কোন কারণে পাকস্থলিতে এসিডের পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলে? ক) এসিড খ) ক্ষারক গ) এসিডিটি ঘ) ক্ষারকত্ব ২২. বাংলাদেশ কেমন দেশ? ক) কৃষিপ্রধান খ) শীতপ্রধান গ) উন্নত ঘ) অনুন্নত ২৩. শুধুমাত্র পানিতে জন্মে কোন উদ্ভিদটি? ক) কলমি খ) হেলেঞ্চা গ) কেশরদাম ঘ) সিংগারা ২৪. রাসায়নিক গঠন অনুসারে শর্করাকে কয়ভাগে ভাগ করা হয়েছে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ২৫. কোনটি স্ত্রীলোক নির্দেশক ক্রোমোজোম? ক) অ + ঢণ খ) অ + ঢঢ গ) ২অ + ঢণ ঘ) ২অ + ঢঢ ২৬. হিস্টামিন কি ধরনের পদার্থ? ক) এসিড খ) লবণ গ) ক্ষারক ঘ) প্রোটিন ২৭. তীব্র এসিড জলীয় দ্রবণে- র. সম্পূণরূপে বিয়োজিত হয় রর. আংশিক বিয়োজিত হয় ররর. সম পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয় নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৮. কোন লক্ষণটি মাদকাসক্ত ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়? ক) গোছালো ভাব খ) আলস্য ও উদ্বেগ ভাব গ) চুল পড়ে যাওয়া ঘ) সব সময় নিজেকে সবার মধ্যে রাখা ২৯. প্রত্যেক মানুসের কমপক্ষে দৈনিক কত ঘণ্টা ঘুমের প্রয়োজন? ক) ৪ খ) ৬ গ) ১০ ঘ) ১২ ৩০. ঘঐ৩ এর উপস্থিতিতে পানি কী হিসেবে কাজ করে? ক) এসিড খ) ক্ষার গ) ক্ষারক ঘ) নিরপেক্ষ ৩১. ল্যাকটোজ এর উৎস কোনটি? ক) ডিম খ) দুধ গ) সবজি ঘ) শস্য ৩২. দেহ মনকে সুস্থ ও সতেজ রাখতে মানুষের দৈনিক ঘুম প্রয়োজন- ক) ৪ ঘণ্টা খ) ৫ ঘণ্টা গ) ৭ ঘণ্টা ঘ) ৬ ঘণ্টা ৩৩. কোন ধররে মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে? ক) চর্বিযুক্ত খ) ভিটামিন ডি সমৃদ্ধ গ) প্রোটিন যুক্ত ঘ) আয়োডিন যুক্ত ৩৪. কৃত্রিম তন্তু কত প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৩৫. সমুদ্রে পানি পানযোগ্য নয় কেন? ক) প্রচুর জীবাণু থাকে খ) বিষাক্ত পদার্থ বিদ্যমান গ) প্রচুর লবণ থাকে ঘ) এটি স্বাদহীন ৩৬. কোষের গঠন এবং কার্যাবলী কোনটির সাহায্য নিয়ন্ত্রিত হয়? ক) ফ্যাট খ) কার্বোহাইড্রেট গ) ফ্রুকটোজ ঘ) প্রোটিন ৩৭. নিচের কোন রোগটি ধূমপায়ীদের হয়ে থাকে? ক) কোষ্ঠকাঠিন্য খ) হৃদযন্ত্র ও রক্তঘটিত রোগ গ) পেলেগ্রা ঘ) চোখে ছানি পড়া ৩৮. মানসিক অবসাদ ও ক্লান্তি কোন ভিটামিনের অভাজনিত লক্ষণ? ক) রিবোফ্ল্যাভিন খ) থায়ামিন গ) পিরিডক্সিন ঘ) কোবালামিন ৩৯. উক্ত রাস্তার অদৃশ্য বাঁক কত কোণে হতে পারে? ক) ৬০০ খ) ৩০০ গ) ৯০০ ঘ) ১২০০ ৪০. ধমনীর রক্তের ঢ়ঐ হলো- ক) প্রায় ৭.৮ খ) প্রায় ৭.৮ গ) প্রায় ৭.২ ঘ) প্রায় ৮.৪ ৪১. শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য কোনটি? ক) চাল, গুড়, গাম খ) চাল, মাংস, ডিম গ) দুধ, মাংস, ডিম ঘ) মাংস, ডিম, আলু ৪২. থায়ামিনের অভাজনিত লক্ষণ- র. স্নায়ুর দুর্বলতা, ক্লান্তি রর. মানসিক অবসান, খাওয়ার অরুচি ররর. ঠোঁটের দুপাশে ফাটল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. পাকস্থলিতে এসিডিটি বাড়িয়ে দেয়- র. ভাজাপোড়া রর. তেলুযুক্ত খাবার ররর. চর্বি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. গলাব্যথা উসর্গটি কোনটির অভাবে দেখা যায়? ক) ভিটামিন-ডি খ) ভিটামিন-বি কমপ্লেক্স গ) ভিটামিন-ই ঘ) ভিটামিন-এ ৪৫. বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ক) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খ) সোডিয়াম হাইড্রোক্সাইড গ) সালফিউরিক এসিড ঘ) হাইড্রোক্লোরিক এসিড ৪৬. উদ্ভিদ তন্তু- র. পাট রর. তুলা ররর. লিনেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. বিবর্তন সম্পর্কিত মতবাদ- র. ল্যামার্কবাদ রর. ডারউইনবাদ ররর. সাম্রাজ্যবাদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. গ্রিক মেরোস শব্দের অর্থ কী? ক) অনেক খ) অংশ গ) অণু ঘ) খ- উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও * আলট্রাসনোগ্রাফি শরীরের নরম অঙ্গসমূহের সমস্যা শনাক্ত করণে ব্যবহৃত হয়- এখানে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়। ৪৯. আচার, চাটনি, সস প্রভৃতিতে কোনটি ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা যায়? ক) শব্দহরঙ্গ খ) আলোক তরঙ্গ গ) এক্সরে ঘ) তেজস্ক্রিয় করা ৫০. ৬ বছর বয়সের পর ছেলেকে কি বলে? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর সঠিক উত্তর ১. (ক) ২. (গ) ৩. (ঘ) ৪. (ক) ৫. (ক) ৬. (গ) ৭. (ক) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ক) ১১. (ঘ) ১২. (ক) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ঘ) ১৯. (ক) ২০. (গ) ২১. (গ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (গ) ২৫. (গ) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (ক) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (ক) ৫০. (গ)
×