ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ব্রিজের মুখে সকালে ট্রাক আনলোড ॥ সীমাহীন যানজট

প্রকাশিত: ২২:৫৬, ২৪ জুলাই ২০১৬

নওগাঁয় ব্রিজের মুখে সকালে ট্রাক আনলোড ॥ সীমাহীন যানজট

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ শহরের লিটন সেতুর পশ্চিম মুখে মসজিদের সামনে ঢালু ও সরু রাস্তায় কাপড় ব্যবসায়ীদের ট্রাক আনলোড শহরের যানজটের নতুন মাত্রা সৃষ্টি করেছে। সেই সঙ্গে এর সামান্য পশ্চিমে সরু ও ঢালু সড়কের ওপর স্বাধীনতা ভাস্কর্যের সামনে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড এবং ব্যাটারী চালিত টমটম শহরে নিত্য যানজট কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্রিজ মুখের ভয়াবহ যানজট পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তির যেন অন্ত থাকেনা। অবস্থাদৃষ্টে মনে হয়, এসব দেখার মত কেউ নেই। এদিকে প্রায় প্রতি নিয়তই ব্রিজের সকালে ব্রিজের মুখে কাপড় ব্যবসায়ীদের ট্রাক আনলোড করা হয়। রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে কাপড়ের বিশাল বিশাল গাইট ফেলা হয় রাস্তার ওপর। এতে অন্য যানবাহনের পাশাপাশি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রবিবার সকালে ঠিক এমনই যানজটের কবলে পড়েছিল, নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের স্বাক্ষর, শিবাশীষ, উৎপল, শাহীনসহ বেশক’জন পরীক্ষার্থী। এছাড়াও সকল স্কুলের অর্ধ-বার্ষিকী পরীক্ষা চলছে এখন। আর এসব শিশু শিক্ষার্থীরা স্কুলে পরীক্ষা দিতে যাবার সময় এমন যানজটের করলে পড়ে চরম বিড়ম্বনায় পড়ে থাকে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ব্রিজের ওপর ঢালু রাস্তায় সিএনজি, চার্জার স্ট্যান্ড এবং ব্যবসায়ীদের ট্রাক আনলোডের ব্যাপারে কতিপয় রাজনৈতিক নেতার মদদ থাকায় পুলিশ তাদের সরাতে পারছেনা।
×