ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২২:৫৪, ২৪ জুলাই ২০১৬

কালকিনিতে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরনের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজি মামলার দেয়ার প্রতিবাদে আজ রোববার দুপুরের বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাগেছে, কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরনের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ জুলাই মাদারীপুর আদালতে বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন একেই এলাকার প্রতিপক্ষ মোঃ দেলোয়ার হাওলাদার। কিন্তু চাঁদাবাজি মামলায় উল্লেখিত ঘটনার তারিখের ওই দিন শিক্ষক সোহরাফ হোসেন কিরন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং বিদ্যালয়ের পরিদর্শনের কাজ চলছিল বলে জানাগেছে। কিন্তু এরকম একটি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।
×