ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশান হত্যাকাণ্ডের মূল হোতারা চিহ্নিত ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ২২:২২, ২৪ জুলাই ২০১৬

গুলশান হত্যাকাণ্ডের মূল হোতারা চিহ্নিত ॥ ডিএমপি কমিশনার

অনলাইন রিপোর্টার ॥ গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার হোতাদের চিহ্নিত করার কথা জানিয়ে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জড়িতদের ধরা এখন সময়ের ব্যাপার। রবিবার নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘হলি আর্টিজানের বিষয়টি উদঘাটন করতে পেরেছি। সবাইকে গ্রেপ্তার করা সময়ের ব্যাপার। সে কাজ অব্যাহত রয়েছে।’ গত ১ জুলাই গুলশানে নজিরবিহীন সেই জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। পরদিন সকালে সশস্ত্র বাহিনীর কমান্ডে অভিযানে হামলাকারী ৫ জঙ্গিসহ ছয়জন নিহত হন। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয় ১৩ জনকে। মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস গুলশান হামলার দায় স্বীকার করেছে বলে খবর এলেও বাংলাদেশের পুলিশ বলছে, জেএমবি ও সমমনা দেশীয় জঙ্গিদলগুলোই রয়েছে ওই হামলার পেছনে। ডিএমপি কমিশনারবলেন, ‘কারা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে তার তথ্য পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি অচিরেই তাদের আইনের আওতায় আনতে পারব।’ তিনি জানান, জনগণের নিরাপত্তার জন্য যা করা দরকার তাই করা হবে। ইতোমধ্যে রাজধানীতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। ওই ঘটনায় যে মামলা করা হয়েছে তাতে কমান্ডো অভিযানে নিহত ছয়জনকে আসামি করা হয়েছে। এছাড়া হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নর্থ সাউথের উপ-উপাচার্যসহ চারজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ডিএমপি কমিশনার জানান, ‘ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবমিলিয়ে বলা যায়, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।’ গুলশান হামলার পর যারা বারবার হামলার গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
×