ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে কথিত বন্ধুকযুদ্ধে মিজান ডাকাত নিহত

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ জুলাই ২০১৬

নড়াইলে কথিত বন্ধুকযুদ্ধে মিজান ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের নড়াগাতীতে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে দূর্ধর্ষ সন্ত্রাসী ডাকাতি, ধর্ষন, হত্যাসহ এক ডজন মামলার আসামী মিজান কাজী (৩৪) নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নড়াগাতী থানার পরহডাঙ্গা বালুমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি স্যাটারগান, চার রাউন্ড গুলি ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, মিজান কাজীকে শনিবার রাতে গোপালগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। রাতে গোপালগঞ্জ থেকে নড়াগাতী থানায় আনার পথে নড়াগাতী থানার পহরডাঙ্গা বালুর মাঠের কাছে পৌছালে মিজান কাজীর সহযোগিরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিতে মিজান কাজী মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি স্যাটারগান, চার রাউন্ড গুলি ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় ৫ পুলিশ সদস্য আহত হয় । নিহত মিজান পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, অস্ত্রসহ বিভিন্ন ঘটনায় নড়াগাতী থানায় ৬টি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট, ঢাকাসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×