ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে অপহৃত রিপন দুদিন পর উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০৮:৪৫, ২৪ জুলাই ২০১৬

না’গঞ্জে অপহৃত রিপন  দুদিন পর উদ্ধার, আটক ২

নিজস্ব সংবাদদাতা, না’গঞ্জ, ২৩ জুলাই ॥ নারায়ণগঞ্জে অপহৃত রিপনকে (১৯) দুদিন পর উদ্ধার করেছে র‌্যাব-১১। শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জের আইটি স্কুলের সামনের পাকা রাস্তা হতে রিপনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত অপু বর্মন (২১), মোঃ নাদিম (১৯) নামে দুজনকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার রাত পৌনে নয়টায় কালীরবাজারে র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক সাংবাদিকদের এ তথ্য জানান। বৃহস্পতিবার বিকেলে কিল্লারপুল থেকে রিপনকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা পরে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রিপনের স্বজনরা এ বিষয়ে অভিযোগের পর র‌্যাব শনিবার বিকেলে নারায়ণগঞ্জ থানার হাজীগঞ্জ আইটি স্কুলের সামনের পাকা রাস্তার ওপর হতে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের ঘটনায় দুজনকে আটক করা হয়। র‌্যাব সদস্যরা অপহরণ কাজে ব্যবহৃত দুটি মোবাইল, একটি বাইসাইকেল ও একটি চাকু উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যায় পড়ে শ্রমিকের মৃত্যু ॥ সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় শীতলক্ষ্যায় পড়ে জুয়েল রানা ওরফে জুলু (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জুলুর লাশ উদ্ধার করে। জুলু নাটোরের সিংড়া থানার শেরকুলের মৃত আবুল কাশেমের ছেলে। সে কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের পাশেই শ্রমিকদের জন্য নির্মিত একটি টিনশেড ঘরে বসবাস করত। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, জুলু মালামাল ওঠা-নামানোর (কুলি) শ্রমিক ছিল। দুপুরে বস্তা নামানোর সময় কাঠের সিঁড়ি থেকে পা পিছলে নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পরে তার লাশ উদ্ধার করে।
×