ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্মসূচী দিয়ে মাঠে নামেনি বিএনপি

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ জুলাই ২০১৬

কর্মসূচী দিয়ে মাঠে নামেনি বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ অর্থপাচার মামলায় হাইকোর্টে তারেক রহমানের সাজার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী দিয়ে মাঠে নামেনি বিএনপি। শুক্রবার সংবাদ সম্মেলন করে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু শনিবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের নেতারা আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ কর্মসূচী বানচালের চেষ্টা করেছে অভিযোগ করলেও বাস্তবে তারা মাঠে নামার চেষ্টা করেনি। জানা যায়, আজ রবিবার রাজধানীর যে কোন স্থানে একটি প্রতিবাদ সমাবেশ করতে পারে বিএনপি। শনিবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করে ক’জন পুলিশ। এ কারণে দলের নেতাকর্মীরা সকাল থেকেই একে একে এসে দলীয় কার্যালয়ে অবস্থান করলেও কেউ নিচে নেমে পূর্বনির্ধারিত কর্মসূচী অনুসারে বিক্ষোভ মিছিল কিংবা সমাবেশ করার চেষ্টা করেনি। আর বিএনপি কার্যালয়ের সামনে কেউ বিক্ষোভ কর্মসূচী পালনের সাহস দেখায়নি শুনতে পেরে রাজধানীর অন্য কোথাও কেউ এ কর্মসূচী পালনের চেষ্টা করেনি। অবশ্য বিক্ষোভ কর্মসূচী পালন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য রাজধানীর সর্বত্র পুলিশের সতর্ক প্রহরা ছিল। তবে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন বিএনপির পূর্বঘোষিত কর্মসূচী আইনশৃঙ্খলা বাহিনী বানচাল করার চেষ্টা করেছে। তিনি বলেন, তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচী বানচাল করার জন্য দেশের বিভিন্ন এলাকায় সরকারের পেটোয়া বাহিনী শুক্রবার রাত থেকেই দলের নেতাকর্মীদের বাড়িতে জঙ্গীদের মতো হামলা চালিয়েছে। এ হামলা ধরপাকড়ের মাধ্যমে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। রিজভী বলেন, উগ্রবাদী জঙ্গীগোষ্ঠী নিয়ে সরকারের রহস্যজনক আচরণে মানুষের মনে সন্দেহ এবং প্রশ্ন জন্ম নিয়েছে। সেটিকে ঢেকে দিতেই তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে মুদ্রাপাচারের মামলায় সাজা দেয়া হয়েছে। তিনি বলেন, রাজশাহী, পিরোজপুর, মঠবাড়ীয়া, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচী পালনে বাধা দেয়া হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে তারেক রহমানকে সাজা দেয়ার ব্যবস্থা করেছে। এ সাজা সরকারের অন্ধ প্রতিহিংসার বহিঃপ্রকাশ। দেশ থেকে গণতন্ত্র পরপারে পাঠিয়ে একদলীয় শাসন বজায় রাখতে গিয়ে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে সরকার নিজেদের লোকজন বসিয়ে গায়ের জোরে দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। রাষ্ট্রযন্ত্রের দলীয় প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারবিরোধী দলকে দমাচ্ছে। এখানে আইনের কোন আশ্রয় নেয়া বা ন্যায়বিচারের কোন ধার তারা ধারছেন না। শুধু প্রধানমন্ত্রী কিসে খুশি হবেন এটা হচ্ছে তাদের লক্ষ্য। রিজভী বলেন, পিরোজপুর জেলা বিএনপির দফতর সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা তানজিদ হাসান শাওনসহ আটজনের অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল নেতা আরিফ ও ফয়সলকে যুব লীগ-ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে জখম করে। রাজশাহীতে বিশাল মিছিল বের হলে ঘেরাও করে রাখার মাধ্যমে পুলিশ-বিজিবি বাধা সৃষ্টি করে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ। রিজভী বলেন, শুক্রবার আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভারতের সঙ্গে তাদের নাকি আত্মার সম্পর্ক। তিনি ঠিকই বলেছেন, কারণ যাদের দেশের মানুষের সঙ্গে কোন সম্পর্ক নেই, তারা তো একটি বিশেষ শক্তির নিকট অনুগ্রহভাজন হয়েই থাকবেন। কারণ দেশের স্বার্থ উপেক্ষা করে তারা বাংলাদেশের বনাঞ্চল ধ্বংস করতে রামপাল বিদ্যুতকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। নতজানু শাসকগোষ্ঠীর কর্মকা-ে দেশের মানুষ লজ্জিত ও ক্ষুব্ধ।
×