ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাবুলে হাজারা সম্প্রদায়ের মিছিলে আত্মঘাতী হামলায় নিহত ৬১

প্রকাশিত: ০৫:২৯, ২৪ জুলাই ২০১৬

কাবুলে হাজারা সম্প্রদায়ের মিছিলে আত্মঘাতী  হামলায় নিহত ৬১

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার শিয়া হাজারা সম্প্রদায়ের এক শান্তিপূর্ণ মিছিলে আইএস জঙ্গীদের আত্মঘাতী হামলায় অন্তত ৬১জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে কয়েকজন সামরিক বাহিনীর সদস্য রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। খবর বিবিসি, এএফপি ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। খবরে বলা হয়েছে, বিদ্যুত লাইনের দাবিতে আফগানিস্তানে অবহেলিত সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের লোকেরা রাজধানী কাবুলের দে মাজান চত্বরে এক সমাবেশের ডাক দেয়। শনিবারের এই সমাবেশে কয়েক হাজার লোক অংশ নেয়। সমাবেশে পর পর দুই দফা বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। এই জঙ্গী সংগঠনটির নিউজ সাইট আমাকের এক খবরে বলা হয়েছে, কাবুলে শিয়াদের সমাবেশে আইএসের দুই যোদ্ধা হামলা চালিয়েছে। এদিকে এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আফগান প্রেসিডেন্ট বলেছেন, এই হামলার ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দেশের সকল নাগরিকের রয়েছে। কিন্তু এই সমাবেশে জঙ্গীরা কাপুরুষোচিত হামলা চালিয়ে বহু লোককে হত্যা করেছে। ঘটনাস্থলে উপস্থিত বিবিসির এক ফ্রিল্যান্স সাংবাদিক বলেন, হামলার পর চারদিকে রক্ত ও মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। অবশ্য এই সমাবেশ উপলক্ষে কাবুলজুড়ে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছিল। আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায় দীর্ঘদিন ধরে অত্যাচারিত। দেশটির বামিয়ান প্রদেশে বাস করেন তারা। আফগানিস্তানে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা এই এলাকায় বিদ্যুত সংযোগ নেই। তাদের দাবি ছিল, মাল্টিমিলিয়ন ডলারের এই বিদ্যুত প্রকল্পের লাইন তাদের এলাকা দিয়ে পাঠাতে হবে, যাতে তারা বিদ্যুতের মুখ দেখতে পারেন। ওই লাইন প্রথমে বামিয়ান হয়ে যাওয়ার কথা থাকলেও আফগান সরকার তা বামিয়ানের বদলে উত্তর কাবুলের পাহাড়ি সালাং দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় হাজারা সম্প্রদায়ের লোকেরা।
×