ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছাদ থেকে পড়ে এক ব্যক্তি হত, সড়কে প্রাণ গেল দুজনের

প্রকাশিত: ০৪:৩৩, ২৪ জুলাই ২০১৬

রাজধানীতে ছাদ থেকে পড়ে এক ব্যক্তি হত, সড়কে  প্রাণ গেল দুজনের

স্টাফ রিপোর্টার ॥ ঢাবির স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে পড়ে ঢাবির এক কর্মচারীর মৃত্যু হয়েছে। পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এদিকে কামরাঙ্গীরচরে একটি পোশাক কারাখানায় অগ্নিকা-ে ঘুমন্ত ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩৩ কার্টন বিদেশী সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক এলাকার স্টাফ কোয়ার্টারের চারতলার ছাদ থেকে পড়ে আব্দুল ওহাব খান (৫৮) নামে ঢাবির এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত ওহাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একজন সিনিয়র টেকনিশিয়ান ছিলেন। নিহত ওহাব খানের বাবার নাম মৃত শাহজাহান খান। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ভাগ্যকূল গ্রামে। তিনি নীলক্ষেতে অবস্থিত ঢাবি আবাসিক এলাকায় স্টাফ কোয়ার্টারের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় থাকতেন। নিহতের ছেলে মাহবুব খান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাবা ওহাব খান ছাদে ফুলের টবে পানি দিচ্ছিলেন। ওই সময় অসাবধানবশত ছাদ থেকে ভবনের নিচে পড়ে যান তিনি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওহাব খানের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ॥ রাজধানীর মাতুয়াইলে দুই বাসের চাপায় মোঃ মিজান আলী (১৯) নামে একটি বাসের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম ওয়াজকুরুনী। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মহেষচার গ্রামে। তিনি রাজধানীর রায়েরবাজার এলাকায় থাকতেন। নিহতের বড় বোন ফারজানা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের জন্য বাসা থেকে বের হয় মিজান। পরে বাসযোগে মাতুয়াইলের মাতৃসদন হাসপাতালের সামনে নামেন। এ সময় যাত্রীবাহী দুই বাস তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। এদিকে একই দিন রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, শনিবার সকালে মিরপুর-২ নম্বরের হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ছয় শ্রমিক দগ্ধ ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে বৃষ্টি ফ্যাশন নামে একটি পোশাক কারাখানায় আগুন লেগে ঘুমিয়ে থাকা ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেনÑ নাজমুল ইসলাম (১৯), মোঃ সুমন (১৮), মোঃ শাকিল (১৮), মনির হোসেন (১৬), আশিক আহম্মেদ (১৫) ও সজীব হোসেন (১৭)। পরে তাদের মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, নাজমুলের শরীরের ৫২ শতাংশ, সুমনের ৫৮ শতাংশ, শাকিলের ৭২ শতাংশ, মনিরের ৪৮ শতাংশ, আশিকের ২০ শতাংশ ও সজীবের ৬৬ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভোজন সরকার জানান, শনিবার ভোর ৪টার দিকে কামরাঙ্গীরচর আলীনগর এলাকায় ওই কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। আগুনে ওই কারখানায় ঘুমিয়ে থাকা ছয় শ্রমিক দগ্ধ হন। অবৈধ সিগারেট জব্দ ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩৩ কার্টন বিদেশী সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমসের কর্মকর্তারা। শনিবার সকাল সাতটার দিকে বিমানবন্দরের ‘লস্ট এ্যান্ড ফাউন্ড’ বিভাগ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। কাস্টমস সূত্র জানায়, কুয়েত থেকে আসা একটি বিমানে সিগারেটগুলো আসে। সিগারেটের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
×