ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারেকের মামলা রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করবে বিএনপি ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:৩৩, ২৪ জুলাই ২০১৬

তারেকের মামলা রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করবে বিএনপি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ তারেক রহমানের মামলা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। শনিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন ব্রিটিশ পার্লামেন্টের সেমিনারে অংশ নিতে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই ফ্লাইটে দেশে ফেরেন ওই সেমিনারে অংশ নিতে যাওয়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা। বিমানবন্দর থেকে বেরিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, ১৬ জুলাই বিএনপির প্রতিনিধিদল ব্রিটিশ পার্লামেন্টের এক সেমিনারে যোগ দিতে লন্ডন যায়। তবে অসুস্থ হয়ে পড়ায় ১৯ জুলাইয়ের ওই সেমিনারের অংশ নিতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় হাইকোর্টের রায়ে আমরা হতাশ ও ক্ষুব্দ হয়েছি। সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে নিম্ন আদালতের দেয়া খালাসের রায় বাতিলের জন্য ওই আপীল করেছিল। উচ্চ আদালতের কাছ থেকে তারেক রহমান ন্যায়বিচার পাননি। সরকারের উদ্দেশ্য তারেক রহমান ও বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখা। সেজন্য তারা তারেক রহমানের বিরুদ্ধে সাজার এই কৌশল নিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তারেক রহমানের মামলা ও সাজার বিষয়টি রাজনৈতিক ও প্রতিহিংসামূলক। দিল্লী গেলেন মওদুদ ॥ ভারতের ইনস্টিটিউট অব পিস এ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ (আইপিসিএস)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারতের নয়াদিল্লী গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সেমিনারে দক্ষিণ এশিয়ায় মৌলবাদ উত্থানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনায় অংশ নেবেন তিনি। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন।
×