ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওল্ডট্র্যাফোর্ড টেস্ট

কুকের পর রুটের ব্যাটিং ঝড়

প্রকাশিত: ০৪:৩০, ২৪ জুলাই ২০১৬

কুকের পর রুটের ব্যাটিং ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ কেন তাকে ইংলিশ ক্রিকেটের ভবিষ্যত ভাবা হয়, সেটি আরও একবার প্রমাণ করলেন জো রুট। ওল্ডট্র্যাফোর্ড টেস্টের প্রথমদিনই সেঞ্চুরি (১০৫) করেছিলেন অধিনায়ক এ্যালিস্টার কুক। কাল তাকে ছাড়িয়ে গেলেন সহ-অধিনায়ক, ৪৪তম টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিলেন রুট। তার অপরাজিত ২১৪ রানের সৌজন্যে শনিবার দ্বিতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৫১৪ রান। রুট দুরন্ত, রুট দুর্বার, সম্প্রতিক সময়ে সেটিই দেখে আসছে ক্রিকেটবিশ্ব। এ নিয়ে দেড় শ’ উর্ধ পাঁচ ইনিংসের দুটিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন ২৫ বছরের ইয়র্কশায়ার হিরো। ১৯৫৪ সালে ডেনিস কম্পটনের পর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে কোন ইংলিশ ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি! ৩৫৫ বলে ২২ চারের সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রুট। ক্যারিয়ারে এটি তার দশ নম্বর সেঞ্চুরি। যেখানে পাঁচবারই অপরাজিত (কালকেরটি ধরলে)! ওল্ডট্র্যাফোর্ডে (ভেন্যু) ইংল্যান্ড ইতিহাসের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ২৫৬ রান নিয়ে সবার ওপরে কেন বেরিংটন, ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০০৬ সালে কুকের পর এই মাঠে তিন নম্বরে নামা কোন ইংল্যান্ড ব্যাটসম্যানের এটিই প্রথম সেঞ্চুরি। ৪৪ টেস্টে ৫৫.১৯ গড়ে রুটের মোট রান এখন ৩,৭৫৩। লর্ডসের প্রথম টেস্টে ৪ ম্যাচের ‘ইনভেস্টেক’ সিরিজে ০-১এ পিছিয়ে থাকা ইংল্যান্ড এখানে চাপের মুখে। টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই আশা দেখান কুক। ২৯তম সেঞ্চুরি হাঁকিয়ে নাম লেখান স্যার ডন ব্র্যাডম্যানের পাশে। দ্বিতীয় উইকেট জুটিতে এ দু’জনে যোগ করেন ১৮৫ রান। পঞ্চম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ রান আসে রুট-ক্রিস ওকসের ব্যাট থেকে। ওকস ফেরেন ৫৮ রান করে। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ আমির ও রাহাত আলি। ২৯ সেঞ্চুরির পর ইংলিশ মিডিয়ায় কুককে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হয়। তবে বিনয়ের সঙ্গে সেটি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘এভাবে তুলনা ঠিক নয়। ডন সর্বকালের সেরা। তিনি ২৯ সেঞ্চুরি করতে আমার অর্ধেকেরও কম ম্যাচ খেলেছিলেন। তবে ২৮ পেরোতে পেরেছি বলে ভাল লাগছে।’ ব্র্যাডম্যানকে ছোঁয়ার পাশাপাশি কুক ইংল্যান্ডের ‘অধিনায়ক হিসেবে’ সবচেয়ে বেশি গ্রাহাম গুচের ১১ সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন। ছাড়িয়েছেন আরেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনকেও। এতদিন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৩০টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড ছিল আথারটনের। গত অক্টোবরে আবুধাবীতে পাকিস্তানের বিপক্ষে ২৬৩ করার পর এই সেঞ্চুরি। মাঝে ১০ টেস্ট পর তিন অঙ্কের রানের দেখা পেয়ে কুক খুশি। ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে পারলে অধিনায়কের খুশিটা আরও বাড়বে নিশ্চয়ই।
×