ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় আরচ্যারি শুরু সোমবার

প্রকাশিত: ০৪:৩০, ২৪ জুলাই ২০১৬

জাতীয় আরচ্যারি  শুরু সোমবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গ্রামীণফোন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সোমবার শুরু হবে অষ্টম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপস। প্রতিযোগিতা চলবে ২৮ জুলাই পর্যন্ত। টঙ্গীর আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সারাদেশ থেকে মহিলা ও পুরুষ বিভাগের বিভিন্ন সেকশনে ৩২৭ জন আরচ্যার ৫৪ দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। এ উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন আরচ্যারি ফেডারেশনের সহসভাপতি মোঃ আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল এবং প্রতিযোগিতা ও মাঠ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত। সোমবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধনীর পর শুরু হবে প্রতিযোগিতা।
×