ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যানইউর জালে ডর্টমুন্ডের এক হালি

প্রকাশিত: ০৪:২৯, ২৪ জুলাই ২০১৬

ম্যানইউর জালে ডর্টমুন্ডের এক হালি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের (আইসিসি) এবারের আসর মাঠে গড়িয়েছে শুক্রবার। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। এবার টর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে চারটি অঞ্চলে। অস্ট্রেলিয়ান অঞ্চলের খেলা হচ্ছে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। চীনে খেলা হচ্ছে তিনটি ভেন্যুতে। যুক্তরাষ্ট্রে খেলা হবে ১০ ভেন্যুতে। ইউরোপে খেলা হবে চার ভেন্যুতে। শনিবার অস্ট্রেলিয়ান অঞ্চলের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক ক্লাব মেলবোর্ন ভিক্টোরি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকরা পেনাল্টি শূটআউটে ৪-৩ গোলে পরাজিত করে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসকে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। শুক্রবার চীনা অঞ্চলের খেলায় ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। সাংহাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডর্টমুন্ড ৪-১ গোলে পরাজিত করে ম্যানইউকে। জোশে মরিনহোর ক্লাব ম্যানইউর বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। ম্যাচের ১৯ মিনিটে গঞ্জালো ক্যাস্ট্রো দলকে এগিয়ে নেন। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মান ক্লাবটিকে ডাবল লিড এনে দেন এমেরিক আউবামেইয়াং। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে ডর্টমুন্ড ব্যবধান ৩-০ করে ওসমানে ডেম্বেলের গোলে। এর দুই মিনিট পর একটি গোল পরিশোধ করে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির হয়ে সান্ত¡Íনাসূচক গোলটি করেন হেনরিখ মিখাটারিয়ান। গোলের সূচনা করা গঞ্জালো ক্যাস্ট্রো ম্যাচের শেষ গোলটিও করেন। ৮৬ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। সেই সঙ্গে ম্যানইউর জালে ডর্টমুন্ডের এক হালি গোলও পূর্ণ হয়। ম্যাচটিতে বড় ব্যবধানে হারলেও চিন্তিত নন বলে জানিয়েছেন রেড ডেভিলস কোচ জোশে মরিনহো। এই ম্যাচে অবশ্য দলের সেরা খেলোয়াড়দের নামাননি ম্যানইউর কোচ। এ কারণেই হয়ত তিনি জানিয়েছেন, তার মাথায় দুঃশ্চিন্তা ভর করছে না। ম্যাচ শেষ হারের বর্ণনা দিতে গিয়ে কৌশলের আশ্রয় নেন স্পেশাল ওয়ান। বলেন, এটা আসলে ৩ নাম্বার ফর্মুলার বিরুদ্ধে ১ নাম্বর ফর্মুলার লড়াইয়ের মতোই। তারা (ডর্টমুন্ড) অনেক ক্ষুরধার ছিল। তাই এখনই আমাদের দলের মূল্যায়ন করা কঠিন। তবে হার দিয়ে ম্যানইউর সঙ্গে যাত্রা শুরু হওয়ায় টনক নড়েছে সাবেক রিয়াল মাদ্রিদ কোচের। দলে টানতে চান আরও ভাল খেলোয়াড়। ইতোমধ্যে সুইডিশ সুপারস্টার জ¬াতান ইব্রাহিমোভিচকে টেনে এনেছেন ওল্ডট্রাফোর্ডে। পল গোগবাকে চুক্তিবদ্ধ করানোর চেষ্টায় আছেন। এ প্রসঙ্গে মরিনহো বলেন, আমাদের বাজার নিয়ে আলোচনা করছি। ওল্ডট্রাফোর্ডে আমার প্রথম সংবাদ সম্মেলনেই আমি বলেছিলাম যে আমাদের বাজার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটাকে সমৃদ্ধ করতে হবে। বাজারের প্রাথমিক পর্যায়ে চারজন খেলোয়াড়ের কথা বলেছি। আগামী সোমবার পেপ গার্ডিওলার মুখোমুখি হচ্ছেন মরিনহো। ওইদিন বেজিং জাতীয় স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানইউ। এরপর আবার ফিরে যাবে ইউরোপে। ৩০ জুলাই গ্যালাতাসারের বিরুদ্ধে লড়াইয়ে নামবে মরিনহোর শিষ্যরা। মেলবোর্ন-জুভেন্টাস ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। বিরতির পর ৫৮ মিনিটে কার্লোস ব্লাঙ্কোর গোলে এগিয়ে যায় অতিথি জুভেন্টাস। কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে স্বাগতিক দলকে সমতায় ফেরান জাই ইনহাম। শেষ পর্যন্ত খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে জুভেন্টাসের দুইজন পেনাল্টি মিস করলে জয় নিশ্চিত হয় মেলবোর্নের। স্বাগতিক দলের ভ্যালেরি প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হলেও পরের চারটি শট থেকেই গোল আদায় করে। এদিকে যুক্তরাষ্ট্রের এমএলএস অলস্টারদের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্সেনাল। বৃহহস্পতিবার সান জোশের আভায়া স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
×